আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশে, যেখানে একসময় বর্ণবাদী আইনে ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ ছিল, সেই প্রদেশের রাজধানী ব্লুমফন্টেইনের অ্যাংলো-বোয়ার যুদ্ধ জাদুঘরে মহাত্মা গান্ধীর এক বিশাল আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে।
ভারতের সাংস্কৃতিক সম্পর্ক পরিষদের পক্ষ থেকে দান করা এই ব্রোঞ্জের মূর্তিটি নির্মাণ করেছেন পদ্মভূষণ প্রাপ্ত শিল্পী রাম ভঙ্গি সুতার। মূর্তির উন্মোচন করেন দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রভাত কুমার। অনুষ্ঠানে ভারতীয়দের অ্যাংলো-বোয়ার যুদ্ধে অংশগ্রহণ নিয়ে একটি তথ্যচিত্র ও একটি বইও প্রকাশিত হয়।
‘Caught in the Crossfire – Indian involvement in the South African War’ শীর্ষক বইটি মূলত ডঃ টি.জি. রামামূর্তির লেখা একটি মনোগ্রাফের পুনর্মুদ্রণ। এতে দক্ষিণ আফ্রিকায় যুদ্ধকালীন ভারতীয়দের অভিজ্ঞতা ও অবদান তুলে ধরা হয়েছে।
যুদ্ধ জাদুঘরের পরিচালক টকি প্রিটোরিয়াস বলেন, “এই যুদ্ধ শুধু শ্বেতাঙ্গ ও আফ্রিকানদের নয়, বরং ভারতীয় ও অন্যান্য জাতিগোষ্ঠীরও ইতিহাস বহন করে। তাদের ভূমিকাকে স্বীকৃতি দেওয়াই আমাদের লক্ষ্য।”
এই উদ্যোগ দক্ষিণ আফ্রিকার ইতিহাসে ভারতীয়দের অবদানকে সম্মানিত করে এবং ঐক্য ও মৈত্রীর বার্তা বহন করে বলেও হাই কমিশনার কুমার উল্লেখ করেন।
