আজকাল ওয়েবডেস্ক: এবারের আইপিএলের প্রথম সুপার ওভার। সেই সুপার ওভারে ম্যাচ জিতে নিল দিল্লি ক্যাপিটালস। ম্যাচ হেরে হতাশ রাজস্থান রয়্যালস।
টানটান উত্তেজনা ছিল দিল্লি-রাজস্থান ম্যাচে। শেষ পর্যন্ত সুপার ওভারে সন্দীপ শর্মার বল গ্যালারিতে ফেলে ত্রিস্টান স্টাবস ম্যাচ জেতান দিল্লিকে। দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাট করে তোলে ৫ উইকেটে ১৮৮ রান।
বাংলার অভিষেক পোড়েল (৪৯) দিল্লির ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেন। লোকেশ রাহুলের ৩৮, ত্রিস্টান স্টাবসের অপরাজিত ৩৪ এবং অক্ষর প্যাটেলের ৩৪ রানে দিল্লি পৌঁছয় ১৮৮ রানে। রান তাড়া করতে নেমে যশস্বী জয়সওয়ালের ৫১ এবং নীতীশ রানার ৫১ রানের সৌজন্যে প্রায় ম্যাচ জিতে নিয়েছিল রাজস্থান। শেষ ওভারে মিচেল স্টার্ক আটকে রাখেন আক্রমণাত্মক হেটমায়ার ও ধ্রুব জুড়েলকে।
শেষ ওভারে জয়ের জন্য রাজস্থানের দরকার ছিল ৯ রান। দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল বল তুলে দেন মিচেল স্টার্কের হাতে। অজি বাঁ হাতির প্রথম বলে এক রান নেন হেটমায়ার। দ্বিতীয় বলটা ইয়র্কার দেন স্টার্ক। ধ্রুব জুড়েল ওই ডেলিভারি থেকে এক রান নেন। তৃতীয় বলে হেটমায়ার ২ রান নেন। চতুর্থ বলেও ক্যারিবিয়ান তারকা নেন দু'রান। পঞ্চম বলে হেটমায়ার এক রান নেন। শেষ বলে জয়ের জন্য রাজস্থানের দরকার ছিল ২ রান। ধ্রুব জুড়েল দু'রান নিতে গেলে রান আউট হয়ে যান।
এর পরে নজর কেড়ে নেয় সুপার ওভার। দুদলের ক্রিকেটারদের মধ্যে বাড়তি অ্যাড্রিনালিন ক্ষরিত হয়। রাজস্থান রয়্যালস সুপার ওভারে তোলে ১১ রান। দিল্লির হয়ে রান তাড়া করতে নামেন লোকেশ রাহুল ও স্টাবস। প্রথম তিন বলে সাত রান নেন লোকেশ রাহুল। স্টাবস ছক্কা মেরে ম্যাচ জেতান দিল্লিকে।
