আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব ফুটবলের বিশ্ববন্দিত নায়ক লিওনেল মেসি। মাঠের ভিতরে তাঁর পায়ের কাজে মোহিত থাকেন দর্শকরা। সেই লিও মেসি এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি একা থাকতেই পছন্দ করেন। ভিড় পছন্দ নয়। ঘরের ভিতরে তিন ছেলেকে নিয়ে সবসময়ে ব্যস্ত থাকতে হয় তাঁকে। দিন-রাত এক হয়ে যায় তাঁর। তার পরে একা একা থাকতেই পছন্দ করেন তিনি। 

সেই লিও মেসি কিন্তু যুবভারতীতে এসে একা থাকতে পারেননি। তাঁকে ঘিরে ছিল অত্যুৎসাহীদের ভিড়। সেই ভিড় এতটাই ছিল ১৩ ডিসেম্বর যে মেসি সময়ের আগেই বিরক্ত হয়ে যুবভারতী ছেড়ে চলে যান। তার পরে স্টেডিয়াম জুড়ে শুরু হয় বিক্ষোভ। দর্শকদের অসন্তোষ বাড়তে থাকে। মাঠের ভিতরে উড়ে আসে বোতল। অসন্তুষ্ট দর্শকরা ঢুকে পড়েন মাঠের ভিতরে। চলতে থাকে বিক্ষোভ প্রদর্শন। মাঠের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 

সেই মেসি বলেন, ''আমি খুব সুসংগঠিত। আমি নির্দিষ্ট ভাবে একটা দিন সাজিয়ে রাখি। মাঝখানে যদি এমন কিছু ঘটে যা সবকিছু অদলবদল করে দেয়...এই ব্যাপারে আন্তোনেলা অনেক কিছু বলতে পারবে। আমার মেজাজের উপরেও অনেককিছু নির্ভর করে।'' 

যুবভারতীতে মেসিকে নিয়ে রণক্ষেত্র হলেও, দেশের অন্য প্রান্তে মেসিকে নিয়ে অনুষ্ঠান কিন্তু সফল হয়।