আজকাল ওয়েবডেস্ক:‌ অ্যাশেজ হারতে হয়েছে। মাত্র ১১ দিনেই। পাঁচ টেস্টের অ্যাশেজের প্রথম তিনটিই জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া। মেলবোর্নে চতুর্থ টেস্টে জেতে ইংল্যান্ড। চলছে সিডনি টেস্ট। সিরিজের ফল এখন অস্ট্রেলিয়ার পক্ষে ৩–১। সিডনি টেস্টের শেষ দিন বৃহস্পতিবার। ইংল্যান্ড এগিয়ে আছে ১১৯ রানে। এই টেস্টও অস্ট্রেলিয়ার পক্ষেই রয়েছে এখনও। 


এই পরিস্থিতিতে অ্যাশেজের পর চাকরি যেতে পারে ব্রিটিশ কোচ ব্রেন্ডন ম্যাকালামের। সূত্রের খবর, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড অ্যাশেজের পরেই কোচের পদ থেকে ছেঁটে ফেলতে পারে ম্যাকালামকে। তাঁর দায়িত্ব নিয়ে বিস্তর কাঁটাছেড়া চলছে ইসিবিতে। তাই এই সিরিজের পর ম্যাকালামের চাকরি গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।


সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কোচ ম্যাকালামের ভবিষ্যৎ অ্যাশেজ সিরিজের পরেই চূড়ান্ত হয়ে যেতে পারে। মাত্র ১১ দিনে অ্যাশেজ হারা নিয়ে ইসিবি পর্যালোচনা করতে শুরু করেছে। তবে সূত্রের খবর, আরও কিছুদিন হয়ত সময় দেওয়া হতে পারে ম্যাকালাম, স্টোকসকে। 


এটা ঘটনা, ইংল্যান্ডের কোচ হিসেবে শুরুটা দারুণ করেছিলেন ম্যাকালাম। ১৩ টেস্টের মধ্যে ১২টাই জিতেছিল ইংল্যান্ড। কিন্তু সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে ড্র। অস্ট্রেলিয়ার কাছে হার। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে একবারও উঠতে না পারা। এগুলো বিপক্ষে যাচ্ছে ম্যাকালামের।


যা পরিস্থিতি, টি–২০ বিশ্বকাপের আগে হয়ত ম্যাকালামকে সরানো হবে না। যদিও অধিনায়ক স্টোকস আছেন ম্যাকালামের পাশেই। 

এদিকে, সিডনি টেস্টে লড়াই চালাচ্ছে ইংল্যান্ড। চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে তুলেছে ৩০২/‌৮। বেন স্টোকসরা এগিয়ে রয়েছেন ১১৯ রানে। হাতে রয়েছে দুই উইকেট। ম্যাচের বাকি আর একদিন। এই টেস্টে কিন্তু অস্ট্রেলিয়াকেই অ্যাডভান্টেজ বলতে হবে।


বুধবার অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ৫৬৭ রানে। ইংল্যান্ড প্রথম ইনিংসে তুলেছিল ৩৮৪। আগের দিনই শতরান করেছিলেন ট্রাভিস হেড ও স্টিভ স্মিথ। বুধবার অজি ইনিংসকে টানেন বিউ ওয়েবস্টার। তিনি ৭১ রানে অপরাজিত ছিলেন। ইংরেজ বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নিলেন ব্রাইডন কার্স ও জস টং। দুটি উইকেট অধিনায়ক বেন স্টোকসের। 

জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে ইংল্যান্ড তুলেছে ৩০২/‌৮। ওপেনার জ্যাক ক্রলি রান পাননি। অপর ওপেনার বেন ডাকেট করেন ৪২। তবে অলি পোপের জায়গায় সিডনিতে খেলা জেকব বেথেল তিন নম্বরে নেমে শতরান করেছেন। তাঁর অপরাজিত ১৪২ রানের ইনিংসে রয়েছে ১৫টি চার। প্রথম ইনিংসে শতরান পেলেও দ্বিতীয় ইনিংসে ব্যর্থ জো রুট (‌৬)‌। হ্যারি ব্রুক করেন ৪২। উইকেটকিপার জেমি স্মিথের অবদান ২৬।