আজকাল ওয়েবডেস্ক: আসন্ন টি-২০ বিশ্বকাপে শাহিন আফ্রিদিকে পাওয়ার বিষয়ে আশাবাদী সলমন আঘা। পাকিস্তানের টি-২০ অধিনায়ক আশা করছেন, আইসিসির মার্কি টুর্নামেন্টের আগেই হাঁটুর চোট সারিয়ে মাঠে ফিরবেন জুনিয়র আফ্রিদি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে রিহ্যাব চলছে আফ্রিদির। লাহোরে হাই পারফরম্যান্স সেন্টারে পিসিবির মেডিক্যাল প্যানেলের তত্ত্বাবধানে আছেন তিনি। পাকিস্তানের টি-২০ অধিনায়কের আশা, বিশ্বকাপের আগেই সম্পূর্ণ ফিট হয়ে যাবেন আফ্রিদি। সলমন আঘা বলেন, 'আমরা আশা করছি বিশ্বকাপের আগে সম্পূর্ণ ফিট হয়ে যাবে আফ্রিদি। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। মেডিক্যাল প্যানেলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।' শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান। ডামবুলায় প্রথম টি-২০ সিরিজের আগে এমন জানান পাক অধিনায়ক। 

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে রিহ্যাব করতে দেখা যায় আফ্রিদিকে। তবে বেশিক্ষণ করতে পারেননি। চোটের জন্য থেমে যেতে বাধ্য হন। যা চিন্তা আরও বাড়াচ্ছে। অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশে খেলাকালীন চোট পান আফ্রিদি। যার ফলে তাঁকে ছেড়ে দেয় ব্রিসবেন হিট। তারপর তাঁকে চিকিৎসার জন্য ডেকে পাঠায় পিসিবি। তবে এই প্রথম নয়, এর আগেও হাঁটুতে চোট পান পাক পেসার। ২০২১ সালে গলে টেস্ট ম্যাচে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পেয়েছিলেন। যার ফলে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়।

সলমন জানান, শ্রীলঙ্কা সিরিজের পাশাপাশি তাঁদের বিশ্বকাপের দলেও ভারসাম্য রয়েছে। দাবি করেন, চলতি সিরিজ শ্রীলঙ্কার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবে। সলমন বলেন, 'এই সিরিজ বিশ্বকাপের আগে প্লেয়ারদের সাহায্য করবে। বিশেষ করে যারা শ্রীলঙ্কায় বেশি ক্রিকেট খেলেনি।' আসন্ন টি-২০ বিশ্বকাপের সবকটা ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে পাকিস্তান। বিশ্বকাপে পাকিস্তানের গ্রুপে আছে ভারত। ১৫ ফেব্রুয়ারি মহারণ। ভারত ছাড়াও পাকিস্তানের গ্রুপে রয়েছে নেদারল্যান্ডস, মার্কিন যুক্তরাষ্ট্র এবং নামিবিয়া। ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডের বিরুদ্ধে যাত্রা শুরু সলমন আঘাদের। ১০ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ। ১৮ ফেব্রুয়ারি গ্রুপের শেষ ম্যাচ নামিবিয়ার বিরুদ্ধে।