আজকাল ওয়েবডেস্ক: ২০১২ সালে কলকাতা নাইট রাইডার্সের জার্সি পরার পর থেকে সুনীল নারিন খেলেছেন ১৯১ টি ম্যাচ। ২০৩টি উইকেট তাঁর ঝুলিতে।

ক্যারিবিয়ান তারকা সম্পর্কে অজানা এক গল্প শোনালেন কেকেআরের আইপিএল জয়ী দলের সদস্য মনবিন্দর সিং বিসলা। খুব কাছ থেকে তিনি দেখেছেন সুনীল নারিনকে। বিসলা বলেছেন, নেটে বল করতে একেবারেই উৎসাহী নন সুনীল নারিন। 

বিসলা বলছেন, ''নেটে ব্যাটারদের বল করতে একেবারেই আগ্রহী নয় সুনীল নারিন। কারণ নারিন চায় না, ওকে কেউ বুঝে ফেলুক। কারণ বছর দুয়েক পরেই সতীর্থ চলে যেতে পারে অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিতে। তখন খুব সহজেই সংশ্লিষ্ট ব্যাটার খেলে দেবে নারিনকে।'' 

গৌতম গম্ভীর ক্যারিবিয়ান রহস্য স্পিনারকে ফিরিয়ে আনেন ওপেনিংয়ে। সেই ক্যারিবিয়ান তারকা সম্পর্কে বিসলা বলছেন, ''কেকেআরের হয়ে যখন আমি উইকেট কিপিং করতাম, তখন নারিনকে ১২-১৩টা ডেলিভারি করতে বলতাম, যাতে ওর বৈচিত্র্য বুঝতে পারি। খেলার সময়ে যদি ওর বল বুঝতে না পারি তাহলে ব্যাটার এবং আমাকে ফাঁকি দেবে বল।'' 

বিসলা হারিয়ে গিয়েছেন। নারিন এখনও খেলে চলেছেন।