আজকাল ওয়েবডেস্ক: গত বছরের নিউ জিল্যান্ড সফরে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। সেই হ্যারি ব্রুককে প্রায় ৩৭ লক্ষ টাকা জরিমানা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।
অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে ভরাডুবি ঘটে ইংল্যান্ডের। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ড শিবিরের জন্য কিন্তু খারাপ খবর।
গত বছর নিউজিল্যান্ড সফর চলাকালীন এক নাইটক্লাবে নিরাপত্তাকর্মীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন ব্রুক। তিনি মদ্যপ, এই সন্দেহে একটি নাইট ক্লাবে ঢুকতে না দেওয়ায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন ব্রুক। কথা কাটাকাটি থেকে মারামারি শুরু হয়ে যায়। তিনি নিজেও আহত হন ওই সংঘর্ষে।
মদ্যপ অবস্থায় মারামারি করে আর্থিক জরিমানা ব্রুককে করা হলেও, সাদা বলে অধিনায়ক হিসেবে কাজ চালিয়ে যাবেন তিনি। এমনই সিদ্ধান্ত ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের।
অ্যাশেজ শেষ করে হ্যারি ব্রুক ইংল্যান্ডে ফিরে রওনা দেবেন শ্রীলঙ্কায়। দ্বীপরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেবে ইংল্যান্ড। গত বছরের এপ্রিলে সাদা বলের ফরম্যাটে ক্যাপ্টেন হন ব্রুক। তার পরে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন। এটাই তাঁর বড় অ্যাসাইনমেন্ট।
ইসিবি-র দেওয়া বিবৃতিতে হ্যারি ব্রুক ক্ষমা চেয়েছেন। তিনি নিজেও অস্বস্তিতে পড়েছেন, ইংল্যান্ডকেও অস্বস্তিতে ফেলেছেন।
ব্রুক আরও বলেন, ''ইংল্যান্ডের হয়ে খেলাটা আমার কাছে বড় সম্মানের ব্যাপার। গোটা বিষয়ের জন্য আমি অত্যন্ত দুঃখিত।''
নিরাপত্তারক্ষীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার ঘটনার পরে তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ড হার মেনেছিল ২ উইকেটে। নিউজিল্যান্ড সিরিজ জিতে নেয় ৩-০-এ। অ্যাশেজ আবার ৪-১ ব্যবধানে জিতে নেয় অস্ট্রেলিয়া।
