আজকাল ওয়েবডেস্ক: দেখতে দেখতে শুরু হয়ে গেল আরেকটি নতুন বছর। আজ মঙ্গলবার বাংলা নববর্ষ ১৪৩২৷ এদিন চাঁদ তুলা রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে গোচর করবে। পঞ্জিকা অনুসারে, আজ বৈশাখ কৃষ্ণা তৃতীয়া তিথি। জ্যোতিষশাস্ত্র বলছে, আজ সিদ্ধি যোগ ও ব্যাতিপত যোগের প্রভাব থাকবে। সঙ্গে প্রথমে বিশাখা নক্ষত্র ও পরে অনুরাধা নক্ষত্রও প্রভাব ফেলবে। হিন্দুধর্মে মঙ্গলবার হল সংকটমোচন হনুমানের প্রিয় দিন। সবমিলিয়ে পয়লা বৈশাখের দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে।
পয়লা বৈশাখের ঠিক একদিন আগে সূর্যের মেষ রাশিতে গোচরে আদিত্য যোগ গঠিত হয়েছে। আবার বাংলা বছর শুরুর কয়েকদিনের মধ্যে মেষ রাশিতে প্রবেশ করবে বুধ। এতগুলি শুভ যোগের কারণে সৌভাগ্যের দরজা খুলবে ৪ রাশির।
মেষ- বছরের প্রথমে মেষ রাশির সুদিন ফিরতে চলেছে। আর্থিক পরিস্থিতি বেশ ভাল থাকবে। পূর্বের নেওয়া কোনও আর্থিক সিদ্ধান্তের ভাল ফল পাবেন। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে। নতুন সম্পত্তি কিংবা ফ্ল্যাট-বাড়ি কিনতে পারেন।
সিংহ- পয়লা বৈশাখ বেশ আনন্দ করে কাটাবেন সিংহ রাশির জাতক-জাতিকারা। ব্যবসায় লাভের মুখ দেখতে পাবেন। কর্মক্ষেত্রে প্রভাবশালী কারওর সঙ্গে যোগাযোগ হতে পারে। যার সান্নিধ্যে কেরিয়ারে উন্নতির সুযোগ পাবেন। কোনও আইনি জটিলতা থাকলে তার থেকে মুক্তি পাবেন।
কন্যা- নববর্ষে কন্যা রাশির ভাগ্যের দরজা খুলবে। ছাত্রছাত্রীদের পরীক্ষায় ভাল ফল হতে পারে। হঠাৎ করে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স। লটারি জেতার সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে এতদিনের পরিশ্রমের ফল পাবেন।
তুলা- পয়লা বৈশাখ থেকে তুলা রাশির শুভ সময় শুরু হবে। উপার্জনের নতুন পথ খুঁজে পাবেন। যে কোনও কাজে ভাগ্য সদয় হবে। দীর্ঘদিনের পাওনা টাকা ফেরত পেতে পারেন। নিজের ব্যবহারে সকলের মন জয় করবেন।
