আজকাল ওয়েবডেস্ক: আত্মীয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ভাইপো। প্রতিবাদ করায় শেষমেশ কাকাকে নৃশংসভাবে খুন করলেন ভাইপো ও তাঁর বন্ধুরা। ভয়ঙ্কর এই ঘটনার পর পরিবারের অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে কৌশাম্বিতে একটি গাছের তলায় মহেন্দ্র প্রজাপতি নামের এক ব্যক্তির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। পরিবারের তরফে অভিযোগ জানাতেই ওই ব্যক্তির ভাইপো আকাশ ও তাঁর দুই বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। 

 

জানা গেছে, কাকিমার বোনের প্রেমে পড়েছিলেন আকাশ। পরিবারে জানাজানি হতেই তুমুল রেগে গিয়েছিলেন মহেন্দ্র। ভাইপোকে বকাঝকাও করেন। কয়েকবার হুমকিও দিয়েছিলেন। তখনই রাগের বশে খুনের পরিকল্পনা করেন অভিযুক্ত যুবক। বৃহস্পতিবার রাতে কাকাকে বাইকে নিয়ে ঘুরতে যান। সঙ্গে ছিলেন বন্ধুরা। কৌশাম্বিতে গিয়ে কাকাকে মদ খাইয়ে বেহুঁশ করেন সকলে। এরপর ইট দিয়ে মাথা থেঁতলে খুন করেন মহেন্দ্রকে‌। 

 

পরিবার জানিয়েছে, দীর্ঘক্ষণ মহেন্দ্র বাড়ি না ফেরায় আকাশকেই ফোন করেন সকলে। প্রথমে ফোনে কথা হলেও, ঘণ্টা খানেক পর থেকে তাঁকে আর ফোনে পাওয়া যায়নি। সন্দেহ হতেই পুলিশে খবর দেওয়া হয়। তল্লাশি অভিযান চালিয়ে কৌশাম্বি থেকে দেহটি উদ্ধার করে পুলিশ। তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্ত জারি রেখেছে পুলিশ।