আজকাল ওয়েবডেস্ক: একই দিনে জোড়া বিপত্তি। ইউপিআই-এর পর এবার হোয়াটসঅ্যাপে বিভ্রাট। বহু মানুষ হোয়াটসঅ্যাপে তাদের স্ট্যাটাস বা মেসেজ পাঠাতে পারছেন না।


শনিবার দুপুরে ইউপিআই নিয়ে দুর্ভোগে পড়েছিল সকলে। সেই সময় লাখ লাখ ইউপিআই গ্রাহকরা তাদের পেমেন্ট দিতে পারেননি। আর এবার দিনের শেষে হোয়াটসঅ্যাপ নিয়ে চরম বিভ্রান্তি। বহু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা তাদের হোয়াটসঅ্যাপ থেকে কাজ করতে পারছেন না। 


তারা নিজেদের স্ট্যাটাস থেকে শুরু করে নানা ধরণের মেসেজ, ভিডিও পাঠাতে পারছেন না। বিষয়টি নিয়ে ইতিমধ্যে আসরে নেমে পড়েছে মেটা। ডাউন ডিটেক্টরের মতে হঠাৎ করে সমস্যা তৈরি হয়েছে হোয়াটসঅ্যাপে। তবে এই সমস্যা সবার ক্ষেত্রে হচ্ছে না। এটি বিশেষ কিছু হোয়াটসঅ্যাপ নম্বরে হয়েছে। ইতিমধ্যে ৫৯৭ টি অভিযোগ জমা পড়েছে। 


এদের মধ্যে ৮৫ শতাংশ অভিযোগ এসেছে মেসেজ পাঠানো যাচ্ছে না বলে। অন্যদিকে ১২ শতাংশ অভিযোগ এসেছে এই অ্যাপের কাজ করা নিয়ে এবং ৩ শতাংশ অভিযোগ এসেছে অ্যাপে লগ ইন করা নিয়ে।


বহু হোয়াটসঅ্যাপ ব্যবহারকীরা জানিয়েছে তারা এখান থেকে নিজেদের কাজ করতে পারছেন না। সামাজিক মাধ্যমে এই খবর ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। তারা জানিয়েছেন তারা হোয়াটসঅ্যাপ থেকে কাজ করতে পারছেন না। বিষয়টি নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে মেটা। 

 


তবে হোয়াটসঅ্যাপ নিয়ে এখনই চিন্তার কারণ নেই বলেই জানিয়েছে মেটা। ফলে এখনই এবিষয়ে অতটা কেউ চিন্তিত নন। অনেকে লিখেছেন ফেসবুক, ইনস্টাগ্রামেও সমস্যা হয়েছে। তবে বিষয়ে নিয়ে কোনও মতামত দেয়নি মেটা। 

 


ফেব্রুয়ারি মাসে হোয়াটসঅ্যাপে বিরাট বিভ্রাট দেখা গিয়েছিল। সেইসময় একই ধরণের সমস্যা তৈরি হয়েছিল। তবে মেটার পক্ষ থেকে বলা হয়েছে তারা বিষয়টি দ্রুত সারিয়ে তুলবেন।