আজকাল ওয়েবডেস্ক: নয় নম্বরে নেমেছিলেন ব্যাট করতে। রান পাননি মহেন্দ্র সিং ধোনি। রুতুরাজ গায়কোয়াড় চোটের জন্য ছিটকে যাওয়ায় চেন্নাই ফের অধিনায়কের দায়িত্ব দিয়েছে ধোনিকে। কিন্তু কলকাতার বিরুদ্ধে চিপকে মুখ থুবড়ে পড়ল চেন্নাই।
 
 মাত্র ১০৯ রানেই থেমে যায় চেন্নাই। এটাই চিপকে চেন্নাইয়ের সবচেয়ে কম রান। নয় নম্বরে নেমে ধোনি করেছেন মাত্র এক রান। নারাইনের বলে তিনি এলবিডবলিউ হন। যদিও ধোনির আউট নিয়ে বিতর্ক রয়েছে। ‘আলট্রা এজ’ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যদিও দেশের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ এসব বিষয়ে মাথা ঘামাতেই রাজি নন।
 
 তাঁর প্রশ্ন, ধোনি শেষ পর্যন্ত থাকলে ম্যাচ বাঁচাতে পারতেন? বীরুর কথায়, ‘ধোনি শেষ পর্যন্ত থাকলেও মনে হয় না সিএসকে’কে বাঁচাতে পারত। ও আউট না হলে বড় জোর ১৩০ রান হত। কেকেআর কিন্তু মাত্র ১০.১ ওভারে ১০৪ রান তুলে দিয়েছে। মাত্র দুই উইকেট হারিয়ে। তাই মনে হয় বাড়তি রান তাড়া করতেও বেশি সময় লাগত না। একটাই পার্থক্য শুধু হত, আমরা সাড়ে ১১টায় লাইভে আসতে পারতাম।’
 
 চিপকে এই নিয়ে টানা তিনটে ম্যাচ হারল চেন্নাই। যা আগে কখনও হয়নি। শুক্রবার ৭২ রানে যখন সাত উইকেট হারিয়ে ধুঁকছে চেন্নাই, তখন ব্যাট করতে নামেন ধোনি। গোটা স্টেডিয়াম তখন উত্তাল। কিন্তু মাত্র ৪ বল খেলে ১ রান করেই আউট হয়ে যান ধোনি।
