আজকাল ওয়েবডেস্কঃ প্রত্যেকদিন বাড়ির রান্না খেতে কারই বা ভালো লাগে?কিন্তু রোজ রোজ তো রেস্তোরাঁ যাওয়া সম্ভব নয়। তাতে টান পড়তে পারে পকেটে কিংবা জাঁকিয়ে বসতে পারে পেটের রোগ। তবে যদি বাড়িতেই পাওয়া যায় ভালো মন্দ খবার! তাহলেই কেল্লাফতে।

 রোজই একই রকমের খাবার খেতে খেতে একঘেয়ে হয়ে গিয়েছিলেন এক যুবক।  গানের মাধ্যমে অভিযোগ করে সেই কথাই মা-কে জানিয়ে দিলেন তিনি। হাসিমুখে যুবক বলে দিল রোজ রোজ একই খাবার খেয়ে তাঁর ভালো লাগছে না। মায়ের কাছে ওই যুবক খিচুড়ির বদলে ফুচকা ছোলা ভাটুরে আরও ভালো ভালো খাবার তৈরি করার আবদার করল। গানের শুরুতেই যুবক মাকে জিজ্ঞাসা করেন, আজ কী বানিয়েছ মা? মা ছেলেকে উত্তর বলে, ‘খিচুড়ি।’ ব্যাস তারপরেই ছেলে হিন্দিগানের সুরে গান জুড়ে দেন। শেষে মা তাঁর ছেলেকে ওইদিন খিচুরি খেয়ে চালিয়ে নিতে বলে। ছেলেও সুর দিয়ে বলে ওঠে ‘আমি তো শাহি পনির খাবো।’ খাবারের গান মন কেড়েছে নেটিজেনদের। 

ইতিমধ্যেই ভিডিওটি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। হু হু করে বেড়েছে ভিউ। ভিডিওটি অসংখ্য প্রতিক্রিয়া এসেছে। এক ব্যক্তি গানটি শোনামাত্রই বাড়ির খাবরের কথা মনে করেছেন বলেও কমেন্টে জানিয়েছেন। আরও এক ব্যক্তির হস্টেলে থাকার পর থেকে তাঁর মায়ের হাতের রান্নার স্বাদ মনে বেশি করে পড়েছে। কমেন্টে এমনটাই জানিয়েছেন তিনি।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Aniket Singh (@anikett_music_)