আজকাল ওয়েবডেস্ক: সুখী জীবনের নেপথ্যে রয়েছে কঠিন বাস্তবতা। রিলে প্রদর্শন করা জীবন এবং বাস্তব যে সম্পূর্ণ ভিন্ন, এই ঘটনা যেন তারই উদাহরণ। সমাজমাধ্যমে সুখী বিবাহজীবনের ছবি প্রায়ই তুলে ধরতেন এক তরুণী।বুধবার ওই তরুণীর স্বামী আত্মঘাতী হয়েছেন। অভিযোগ,স্ত্রীর অত্যাচার সহ্য না করতে পেরে এই পথ বেছে নিয়েছেন যুবক।
জানা গিয়েছে, স্বামীর বিরুদ্ধে পণ চাওয়া এবং মানসিক হয়রানির মামলা করেছিলেন স্ত্রী। যার জেরে ওই যুবককে জেলে পর্যন্ত যেতে হয়। তরুণীর ভাই থানার কন্সটাবেল বলেও খবর। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, থানায় নিয়ে গিয়ে যুবক এবং যুবকের বাবাকে বেধড়ক মারধর করা হয়েছে। আপমান সহ্য না করতে পেরে বাড়িতে ফিরে গলায় দড়ি দেন যুবক।
মৃত যুবকের মা পুলিশের সামনে কান্নায় ভেঙে পরে ছেলের কথা মনে করে বলেন, মৃত্যুর আগে ছেলে তাঁকে বলেছিল, 'আমি চিরঘুম ঘুমাতে যাচ্ছি মা।'
সংবাদমাধ্যম সূত্রে খবর, গত বছরে রাজ এবং সিমরান নামের ওই দম্পতির বিয়ে হয়। সদ্য একটি কন্যা সন্তানের মা-বাবাও হন তাঁরা। বেশ কিছুদিন ধরেই তাঁদের দাম্পত্য জীবনে অশান্তি চলায় বাড়ি ছেড়ে দেন স্ত্রী। এরপরেই গোটা ঘটনাটি ঘটে।
