আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করছেন, কার বিপক্ষে বা কার সমর্থনে, নজর থাকবে সেদিকে। বিশেষ ধরনের পোস্টের কারণে বাতিল হতে পারে ভিসা, গ্রিণ কার্ডও? 

 

মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে তারা সোশ্যাল মিডিয়ায় ইহুদি-বিরোধী কন্টেন্ট পোস্টকারীদের ভিসা এবং বসবাসের অনুমতি বাতিল করবে। সেক্ষেত্রে কোনগুলি ইহুদি-বিরোধী বা অ্যান্টি সেমেটিক পোস্ট বলতে কোনগুলিকে বোঝানো হবে? মার্কিন অভিবাসন দপ্তর জানিয়েছে, ইহুদি-বিরোধী বলে বিবেচিত পোস্টগুলিতে হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি-সহ মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক সন্ত্রাসী হিসাবে অভিহিত জঙ্গি গোষ্ঠীগুলির সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যকলাপ অন্তর্ভুক্ত থাকবে।

 

সোশ্যাল মিডিয়ায় বাইররের দেশ থেকে কেউ আমেরিকায় গিয়ে অ্যান্টি-সেমেটিক সন্ত্রাসবাদ, সংগঠন বা অন্যান্য কার্যকলাপকে সমর্থন করছেন বা সমর্থনে প্রচার করছেন কি না নজর রাখা হবে সেদিকে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, দ্রুত এই নিয়ম স্টুডেন্ট ভিসা, গ্রিণ কার্ডের জন্য চালু হবে।