আজকাল ওয়েবডেস্ক: সংসদে সাংসদদের সাসপেন্ড নিয়ে যন্তরমন্তরে ধর্ণা। শরদ পাওয়ার, মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরি সকল বিরোধী দলের প্রধানরাই এদিন ধর্ণায় উপস্থিত ছিলেন। সংসদে ইতিমধ্যেই ১৪৬ জন সাংসদ সাসপেন্ড হয়েছেন। এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার এদিন বলেন, গণতন্ত্র বাঁচাতে বিরোধীরা সমস্ত ধরণের মূল্য দিতে তৈরি। এই প্রথম ইন্ডিয়া জোটের সদস্যরা একসঙ্গে এই ধরণের একটি কর্মসূচিতে অংশ নিলেন। প্রসঙ্গত, বৃহস্পতিবারও পথে নেমেছিলেন বিরোধী সাংসদরা। পুরনো সংসদের মূল প্রবেশপথ থেকে শুরু করে বিজয় চক পর্যন্ত মিছিল করেন বিজেপি বিরোধী বিভিন্ন দলের সাংসদরা। তাঁদের হাতে ছিল ‘গণতন্ত্র বাঁচাও’ লেখা ব্যানার। লোকসভা থেকে ১০০ জন এবং রাজ্যসভা থেকে ৪৬ জন সাংসদ ইতিমধ্যেই সাসপেন্ড হয়েছেন। সংসদে স্মোককাণ্ডে তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করেছিলেন। ইন্ডিয়া জোটের সকলেই এদিন কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হন।
