আজকাল ওয়েবডেস্ক: পুলিশের চাকরিতে শারীরিকভাবে "ফিট" থাকা এবং নিয়মিত শরীরচর্চা করা খুব প্রয়োজনীয় একটি বিষয়। পুলিশকর্মীরা যাতে নিয়মিত শরীরচর্চার মধ্যে থাকেন সেদিকে লক্ষ্য রেখে শুক্রবার মুর্শিদাবাদে জঙ্গিপুর পুলিশ জেলার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হল। এবছর এই প্রতিযোগিতা দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি মুকেশ কুমার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় সহ জেলা পুলিশের সমস্ত শীর্ষকর্তা। মুর্শিদাবাদ জেলায় পৃথকভাবে জঙ্গিপুর পুলিশ জেলা তৈরি হওয়ার পর সেখানকার পুলিশ কর্মীরা যাতে নিয়মিত স্বাস্থ্যচর্চা করতে পারেন সেই কারণে সুতির আহিরণের কাছে ইতিমধ্যেই পুলিশ জেলার জন্য একটি পৃথক মাঠ তৈরি করা হয়েছে। সেই মাঠেই অনুষ্ঠিত হল ক্রীড়া প্রতিযোগিতা। শুক্রবার এবং শনিবার মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার বিভিন্ন স্তরের পুলিশ কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবেন। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন," পুলিশের চাকরিতে "ফিট" থাকা অত্যন্ত দরকার। বিভিন্ন থানার কর্মীরা নিয়মিত শরীরচর্চাও করেন। এর পাশাপাশি পুলিশ জেলার তরফ থেকেও কর্মরত বিভিন্ন স্তরের কর্মী এবং তাঁদের পরিবারের জন্য প্রতি বছর ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।"