আজকাল ওয়েবডেস্ক: জম্মু-কাশ্মীরের প্রাক্তন অর্থমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা আবদুল রহিম রাথরের আত্মীয় মোশতাক আহমদ রাথরকে রাজ্য সরকারের পর্যটন বিভাগে পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়েছে, যা মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার আগের নির্দেশের পরিপন্থী বলে অভিযোগ উঠেছে।

মোশতাক রাথর, যিনি সম্প্রতি অবসর নিয়েছেন, তাকে অবসরের মাত্র কয়েক দিনের মাথায় পর্যটন দফতরে চুক্তিভিত্তিক পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করা হয়। এই নিয়োগ নিয়ে সরকার ও প্রশাসনের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে, বিশেষ করে বেকারত্বে ভোগা যুবসমাজের মধ্যে।

প্রাক্তন মন্ত্রী নঈম আখতার একে “চরম রকমের পক্ষপাতিত্ব” আখ্যা দিয়ে বলেন, “২০১৯ সালের পর জম্মু-কাশ্মীরকে যেভাবে নিষ্ক্রিয় করা হয়েছে, এই ধরনের পদক্ষেপ তা স্বাভাবিক করার এক বিপজ্জনক প্রচেষ্টা।”

বিজেপি নেতা অশোক কৌল ও পিডিপি নেতা ওয়াহিদ প্যারা উভয়েই এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন এবং নিয়োগটি বাতিলের দাবি জানিয়েছেন।

এই ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর দপ্তর ও সাধারণ প্রশাসন বিভাগ  কোনও প্রতিক্রিয়া জানায়নি।