আজকাল ওয়েবডেস্ক: চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের একটি বিশ্ববিদ্যালয়ে এক বন্দুকধারীর হামলায় ১৫ জন নিহত হয়েছেন, তেমনটাই জানা গিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। তবে পুলিশের গুলিতে ওই বন্দুকধারীও নিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জন। চার্লস ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অব আর্টসে ঘটনা ঘটে বৃহস্পতিবার দুপুরে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গোলাগুলির ঘটনা জানিয়ে বলেছিলেন, অনেকেই এখনও শ্রেণিকক্ষে তালাবদ্ধ অবস্থায় রয়েছেন। কিছু কক্ষ খালি করা হচ্ছে। তারমাঝেই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পুলিশ জানিয়েছে, রাজধানী প্রাগের মধ্যাঞ্চলে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে কাজ শুরু করেছে তারা। প্রাগের পুলিশ প্রধান মার্টিন ভন্ড্রাসেক বলেন, হামলাকারী নিজেও একজন ছাত্র। তবে তার নাম বা বিস্তারিত তথ্য পাওয়া যায়নি এখনও। জানা যায়নি নিহতদের পরিচয়ও। হামলার পর বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বেশ কিছু সড়ক বন্ধ করে দেওয়া হয়েছ হয়নি।
