আজকাল ওয়েবডেস্ক: নিজেকে পেলের মেয়ে দাবি করা মহিলার দাবি শেষ পর্যন্ত মান্যতা পেল না । ডিএনএ নুমনা পরীক্ষায় ওই মহিলার ফল নেগেটিভ এসেছে।  পেলের ছেলে জানিয়েছেন, ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে সে আমাদের বোন নয়।
পেলের কন্যা দাবি করা এই মহিলারর পরিচয় নিয়ে খুব বেশি জানা যায়নি। গত মার্চে তিনি আলোচনায় আসেন, যখন পেলের রেখে যাওয়া সম্পত্তির উত্তরাধিকারী নিয়ে আলোচনা শুরু হয়।
পেলে বেঁচে থাকতেই ডিএনএ পরীক্ষার কথা ছিল । তবে করোনা মহামারির কারণে পেলের শারীরিক অবস্থার অবনতি হয়। যে কারণে তখন ডিএনএ পরীক্ষা করা সম্ভব হয়নি। পেলের ৫৩ বছর বয়সী ছেলে এদিনিও এখন তাঁর বাবার রেখে যাওয়া সম্পত্তির দেখাশোনার দায়িত্বে রয়েছেন।