সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
ফের নতুন রূপে আসছে 'তুলসী'
২০০০ সালে টেলিভিশনে সম্প্রচারিত হতে শুরু করেছিল হিন্দি শো 'কিউ কী সাস ভি কভি বহু থি'। ২০০৮ সাল পর্যন্ত চলেছিল এই শোটি। দর্শকমহলে পেয়েছিল ব্যপক জনপ্রিয়তা। মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল স্মৃতি ইরানি ও অমর উপাধ্যায়কে। 'তুলসী'র জীবনের নানা কাহিনি উঠে এসেছিল একতা কাপুর নির্মিত এই শোয়ে। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, এই শো নাকি আবারও পর্দায় নতুন করে আনতে চলেছেন একতা। নিজেকে 'তুলসী'র চরিত্রে গড়ে তুলতে নাকি ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন স্মৃতি ইরানি।
বলিউডে ফিরছেন মওরা
২০১৬ সালে 'সনম তেরি কসম' ছবির হাত ধরে বলিউডে যাত্রা শুরু করেছিলেন মওরা হোকেন। ছবিতে এই পাক নায়িকাকে দেখে পছন্দের তালিকায় জায়গা দিয়েছিলেন দর্শক। যদিও এই ছবির পর আর দেখা যায়নি অভিনেত্রীকে। কিন্তু এবার শোনা যাচ্ছে, হিন্দি মিউজিক ভিডিওতে ফিরছেন তিনি। নাম 'তু চাঁদ হ্যায়'।
'রেড ২'-এ আইটেম নাচবেন জ্যাকলিন!
অজয় দেবগণের 'রেড ২'-এর জন্য গাইবেন হানি সিং। এই খবর আগেই প্রকাশ্যে এসেছিল। এবার জানা যাচ্ছে, জ্যাকলিন ফার্নান্ডেজকে দেখা যাবে ছবির একটি আইটেম গানে নাচতে। ইতিমধ্যেই নাকি এই গানের শুটিং সেরে ফেলেছেন হানি ও জ্যাকলিন। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে বা ২০২৬-এর শুরুতে মুক্তি পাচ্ছে ছবিটি।
