আজকাল ওয়েবডেস্ক:  ১৭ বছরের এক নাবালিকা সারোগেসিতে জন্ম দিল দুই সন্তানের। তাতেই না কি ওই নাবালিকা ৯ লক্ষ ইউয়ান পেয়েছেন বলে খবর। ভারতীয় মুদ্রায় যা এক কোটি টাকা। জানা গিয়েছে, সন্তান দু'টির বাবা ৫০ বছরেরে এক বৃদ্ধ। দক্ষিণ-পূর্ব চীনের জিয়াংসি প্রদেশের বাসিন্দা তিনি। এই ঘটনা সমাজমাধ্যমে পোস্ট হতেই, উদ্বেগ পরিস্থিতি তৈরি হয়েছে সে দেশ। ঘটনাটি রীতিমতো আলোচনার বিষয় হয়ে উঠেছে নেটদুনিয়ায় । 

এই ঘটনা প্রকাশ্যে এসেছে ২৪ মার্চ। সে দেশের একজন সমাজসেবিকা গোটা ঘটনা সমাজমাধ্যমে তুলে ধরেছেন। নাবালিকার জমজ দুই শিশুর জন্মের সার্টিফিকেট-সহ অন্যান্য  সারোগেসি-সম্পর্কিত নথির ছবি প্রমাণ হিসাবেও পোস্ট করেছেন তিনি। 

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নাবালিকার জন্মের সাল ২০০৭। গত ২ ফেব্রুয়ারি দুই জমজ সন্তানের জন্ম দেয় সে। ১৬ বছর চলাকালীন তার সারোগেসি প্রক্রিয়াটি শুরু হয়। যা আইনত অপরাধ। এমনকী নাবালিকাকে তাঁর স্ত্রী হিসেবে দাবি করেছেন ওই ব্যক্তি। যদিও এই কাজের জন্য নাবালিকার চাহিদা মতো টাকা তার হাতে তুলে দিয়েছিলেন ওই ব্যক্তি। এরপরই স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে।

ইতিমধ্যেই ঘটনাটি ভাইরাল হয়ে গিয়েছে। প্রতিক্রিয়ায় এক ব্যক্তি নাবালিকার প্রতি সহানুভূতি দেখিয়ে লিখেছেন, ঘটনাটিতে তিনি মর্মাহত। আরও এক ব্যক্তি লিখেছেন, অবৈধ চিকিৎসা কেন্দ্রগুলির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা উচিত।