আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশে নির্বাচন কবে? তা নিয়ে হাজার প্রশ্ন করা হলেও নিশ্চিত উত্তর দিতে পারেননি, কিন্তু তাঁর একের পর এক মন্তব্যে তোলপাড়। একের পর এক ঘটনায় বাংলাদেশেই প্রশ্নের মুখে অন্তবর্তী সরকার। নানা কাজে একপ্রকার হালে পানি না পেয়ে ইউনুসের সাম্প্রতিক মন্তব্যে স্পষ্ট, নজর এবার ভারতের একাংশের দিকে। ভারতের ‘সেভেন সিস্টার'-কে নিয়ে যে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তাতে জোর বিতর্ক।

কী বলেছেন ইউনুস? বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা চীনা লগ্নি টানতে গিয়ে বলছেন, ‘ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সাতটি রাজ্য, যাকে সাত বোন রাজ্য বলা হয়, সম্পূর্ণরূপে সেগুলি স্থলবেষ্টিত। তাদের সমুদ্রে পৌঁছনোর কোন উপায় নেই। আমরা (বাংলাদেশ) সমগ্র অঞ্চলের (উত্তর-পূর্ব ভারত) সমুদ্রের একমাত্র অভিভাবক।‘ শুধু এখানেই শেষ নয়, চীনা অর্থনীতর সম্প্রসারণের সুযোগ হিসেবে উত্তর পূর্ব ভারতকে দেখা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। ইউনুসের এই মন্তব্য নিয়েই জোর চর্চা। ওয়াকিবহাল মহলের মতে উত্তর পূর্ব ভারত নিয়ে এবার চীনের সহযোগিতা চেয়ে মূলত নয়া দিল্লিকে বিপাকে ফেলার চেষ্টায় ইউনুস।

 

?ref_src=twsrc%5Etfw">March 31, 2025

 

ইতিমধ্যে, প্রধানমন্ত্রী মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যাল সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, ভারতের এই সাত রাজ্য স্থলবেষ্টিত হওয়ার তাৎপর্য কী, তাও জানতে চেয়েছেন। অসমের মুখ্যমন্ত্রীও ইউনুসের এই মন্তব্যের তীব্র বিরোধীতা করে, উস্কানিমূলক, আপত্তিকর বলে মন্তব্য করেছেন।