আজকাল ওয়েবডেস্ক: এক অদ্ভুত ও মজাদার ঘটনার পুনরাবৃত্তি নিয়ে আবারো সরগরম সোশ্যাল মিডিয়া। ২০২৩ সালে পাকিস্তানের এক দোকানদার মুরগিকে সবুজ রঙে রাঙিয়ে টিয়া বলে বিক্রি করার চেষ্টা করেছিলেন, যা নিয়ে আবারো হইচই শুরু হয়েছে।

ঘটনার সূত্রপাত হয়েছিল একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে, যেখানে পাকিস্তানের করাচিতে এক দোকানদার মুরগির গায়ে সবুজ রং করে সেটিকে OLX এ ৬,৫০০ টাকায় টিয়া পাখি বলে বিক্রির জন্য তালিকাভুক্ত করেন। ‘দিভা ম্যাগাজিন পাকিস্তান’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছবিটি শেয়ার করার পর মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় হাসির ঝড় ওঠে। ছবিটি দেখার পর অনেকেই প্রশ্ন তোলেন, "এটা কি সত্যিই সম্ভব?" আবার কেউ কেউ সরাসরি জিজ্ঞাসা করেন, "ক্রেতারা কি অন্ধ ছিল?"

ছবিটির সত্যতা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেন, কেউ কেউ দাবি করেন যে ছবিটি এডিট করা হয়েছে। যদিও OLX এ সত্যিকারের টিয়া বিক্রির পোস্ট দেখা গেছে, তবু এই অদ্ভুত ঘটনার হাস্যকর দিক সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তোলে।

বিগত বছরগুলোতে সোশ্যাল মিডিয়ায় পুরনো মজাদার ঘটনা পুনরায় ভাইরাল হওয়ার নজির অনেক রয়েছে। সবুজ মুরগির এই মজার ঘটনা আবার ইনস্টাগ্রাম, ফেসবুক ও এক্স প্ল্যাটফর্মে শেয়ার হচ্ছে। ঘটনাটি সত্য হোক বা না হোক, ইন্টারনেটের মজার এই দিকটি মানুষের মনে আনন্দ এনে দিয়েছে।