আজকাল ওয়েবডেস্ক: দূর থেকে বাঘ দেখতে অনেকেরই ভাল লাগে। তবে সামনাসামনি খুব কম মানুষই বাঘের মুখোমুখি হতে চান। তবে এক ব্যক্তি ভয়কে এক প্রকার তুড়ি মেরে উড়িয়ে বাঘের সঙ্গে কাটালেন ঘনিষ্ঠ মুহূর্ত। সম্প্রতি এই দৃশ্যই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, বাঘকে পুরোপুরি বশ মানিয়ে নিয়েছেন ওই ব্যক্তি। এই ভিডিওটি তাক লাগিয়েছে নেটপাড়ায়।
ভাইরাল হওয়া ভিডিওতে ওই ব্যক্তির গলা জড়িয়ে ধরতে দেখা যাচ্ছে বাঘটিকে। যেন মনে হচ্ছে আর পাঁচটা সাধারণ পোষ্য- এর মতোই প্রভু ভক্ত বাঘটি। ব্যক্তির চোখে মুখে হাত বুলিয়ে দিচ্ছিল বাঘটি। ওই ব্যক্তিও প্রাণ ভরে বিশেষ মুহূর্ত উপভোগ করেছিল। বাঘের সঙ্গে মানুষের নিবিড় বন্ধুত্ব দেখে নেটিজেনদের চোখ ছানাবড়া হয়ে গিয়েছে।
এরপর ভিডিওটি পোস্ট হতেই তা লক্ষাধিক মানুষ দেখে ফেলেছেন। কমেন্টে মজার মজার প্রতিক্রিয়া এসেছে। এক ব্যক্তি লিখেছেন বাঘটির গড়ন অত্যন্ত সুন্দর।ভিডিওটিতে বাঘটিকে বড় আকারের বিড়াল বলা হয়েছে। সেই প্রসঙ্গ টেনে আরও এক ব্যক্তি প্রশ্ন করে লিখেছেন, কী করে তিনি বাঘটিকে ‘বড় বিড়াল’ বলতে পারেন
