আজকাল ওয়েবডেস্ক: মায়ের মন সবসময়ই কামনা করে তাঁর সন্তানেরা যেন কুনজর থেকে দূরে থাকে। সন্তানের কুনজর কাটাতে প্রায়ই মরিয়া হয়ে ওঠেন মায়েরা। সেরকমই একটি দৃশ্য ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তবে এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হল  মহিলার পোষ্যই তাঁর সন্তান সমতুল্য।

 অনেকেই পোষ্য ভালোবাসেন। তাদের আগলে রাখেন নিজের সর্বস্ব দিয়ে। সম্প্রতি এমনই একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওর দৃশ্য প্রমাণ করে দিয়েছে গৃহস্থে পোষ্যদের গুরুত্ব। ভাইরাল ভিডিওর দৃশ্য  নজর কেড়েছে নেটিজেনদের। ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক মহিলা তাঁর  পোষ্য সারমেয়র নজর দোষ কাটাচ্ছেন। সারমেয়টিও ঘরের এক কোনে বসে চুপ করে নিয়মগুলি পালন করছেন। নজর দোষ কাটাতে মহিলা তাঁর হাতে এক মুঠো লবন নিয়ে সারমেয়র চারিদিকে ঘুরিয়ে নেন। অনেকেই এই নিয়ম পালন করে থাকেন নজর দোষ কাটাতে। 

?ref_src=twsrc%5Etfw">March 26, 2025

পোষ্য এবং মহিলার বন্ধন অনেকেরই মন কেড়েছে। ভিডিওতে ব্যবহৃত গান মাতৃত্বকে আরও ফুটিয়ে তুলেছে। ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, কুনজর এড়াতে মা তার কুকুরছানার নজর দোষ কাটাচ্ছেন। কমেন্টে এক ব্যক্তি সারমেয়টিকে ‘মিষ্টি’ বলেছেন। অন্যদিকে আরও এক ব্যক্তি মহিলার দেদার প্রশংসা করেছেন।