আজকাল ওয়েবডেস্ক: মাথায় কাজের এক রাশ চাপ নিয়ে বিয়ে করতে বসেছেন পাত্র। সেই সময়ও কাজ যেন তাঁর পিছু ছাড়ছে না। বিয়ের মতো বিশেষ দিনে তাঁর কাছে চলে এল জরুরি কাজের ফোন। তাতেই রেগে লাল নববধূ। ভরা মণ্ডপে বরের হাত থেকে ফোন কেড়ে নিলেন তরুণী।
প্রত্যেকেরই আশা থাকে বিয়ের রীতিনীতিকে নিষ্ঠা দিয়ে পালন করার। কারণ এই বিশেষ মুহূর্ত জীবনে একবারই আসে। তাই সকলেরই ইচ্ছে থাকে ওই মুহূর্তকে উপভোগ করার। তবে বর বা বউয়ের মধ্যে কোনও একজন যদি পেশাগত দিক থেকে খুব ব্যস্ত হয়। তাহলে অনেক ক্ষেত্রে সেই আশা বিফলে যায়। সম্প্রতি এমনি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে।
বরবধূ দুজনই দিব্যি বিয়ের পিঁড়িতে বসেছিলেন। চারিদিক থেকে মন্ত্রের ধবনি শোনা যাচ্ছিল। সেইসময় আচমকাই বরের ফোনে ব্যবসা সংক্রান্ত ফোন আসে। এক ব্যক্তি বরের হাতে তাঁর ফোনটি তুলে দেন। বরও ওই ব্যক্তির হাত থেকে ফোনটি নিয়ে কথা বলতে শুরু করেন। বউ তাঁকে দু একবার ডাকলেও, কথা বলতে এতই মগ্ন থাকেন যে সাড়া দেননি নতুন বর। শেষে বরের হাত ফোন থেকে কেড়ে নেন নববধূ।
ইতিমধ্যে ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটির ক্যাপশনে মজার ছলে লেখা রয়েছে, 'ব্যবসায়ীর সঙ্গে বিয়ে করলে এই অবস্থাই হবে।‘ কমেন্টে মজার মজার প্রতিক্রিয়া এসেছে। এক ব্যক্তি বরকে পূর্ণ সমর্থন করে লিখেছেন, ‘টাকা খুবই গুরুত্বপূর্ণ।‘
