আজকাল ওয়েবডেস্ক: ২০২৪ কোপা আমেরিকা শুরু হতে এখনও বাকি আরও ছ"মাস। কিন্তু কোপার এই আসরে নেইমারের সার্ভিস পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে ব্রাজিল। ব্রাজিল জাতীয় ফুটবল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, হাঁটুর চোটের জন্য কোপা আমেরিকায় খেলতে পারবেন না নেইমার। গত অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে পায়ে চোট পান নেইমার। তার দুই সপ্তাহ পর হাঁটুতে অস্ত্রোপচার হয়। তখন থেকেই শোনা যাচ্ছিল, মাঠে ফিরতে সময় লাগবে নেইমারের। কোপায় ডি গ্রুপে আছে ব্রাজিল। তাঁদের প্রতিপক্ষ কলম্বিয়া, প্যারাগুয়ে এবং প্লে অফের বিজয়ী দল। আগামী ২০ জুন আমেরিকার মাটিতে বসবে কোপার আসর। ফাইনাল ১৪ জুলাই। ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার বলেন, "তাড়াহুড়ো করতে গিয়ে অযথা ঝুঁকি নেওয়ার কোনও মানে নেই। আশা করছি, আগস্টে ২০২৪-২৫ ইউরোপিয়ান মরশুমের শুরুতে মাঠে ফেরার জন্য প্রস্তত হয়ে যাবে নেইমার। আমাদের ধৈর্য ধরতে হবে। লিগামেন্টের অস্ত্রোপচারের পর পুরোপুরি সুস্থ হতে প্রায় ন"মাস লাগে। নিয়মগুলি মেনে চললে শীঘ্রই আবার পুরোনো ছন্দে পাওয়া যাবে।" ১২৯ ম্যাচে ৭৯ গোল করে ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক নেইমার। ছ"বছর পিএসজিতে কাটিয়ে গত আগস্টে ৯০ মিলিয়ন ইউরোতে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে যোগ দেন তিনি। নতুন ক্লাবের জার্সিতে মাত্র ৫ ম্যাচ খেলেছেন নেইমার। এরপর জাতীয় দলের জার্সিতে খেলতে গিয়ে চোট পান।