আজকাল ওয়েবডেস্ক: ফের উত্তপ্ত উপত্যকা। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায় রবিবার থেকেই জঙ্গিদমম অভিযান চলছিল। অভিযানের মাঝেই সংঘর্ষ। শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রাণ গিয়েছে চার পুলিশ কর্মীর। দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে। সূত্রের খবর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত সাত পুলিশকর্মী, তাঁদের মধ্যে রয়েছেন একজন ডিএসপি পদমর্যাদার পুলিশ অফিসারও। এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।
উল্লেখ্য, রবিবার থেকে কাঠুয়ায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ চলছে নিরাপত্তা বাহিনীর। সেনাবাহিনী, জাতীয় নিরাপত্তা রক্ষী, সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের দল গত পাঁচ দিন ধরে এলাকায় জঙ্গি দমনে তৎপর হয়েছে। এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি নলিন প্রভাত। তিনিই দুই জঙ্গির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযান চলাকালে বৃহস্পতিবার পুলিশ আরও গভীর জঙ্গলে প্রবেশ করলে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে। সূত্রের খবর, প্রতিকূল পরিস্থিতি, গভীর জঙ্গলে জঙ্গিদের উপস্থিতির কারণে এখনও পর্যন্ত নিহত পুলিশকর্মীদের দেহ উদ্ধার সম্ভব হয়নি।
