আজকাল ওয়েবডেস্ক: জগদীপ ধনকড়কে "উপহাস"-এর অভিযোগ ঘিরে এবার মুখ খুললেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। বুধবার সংসদ ভবনের বাইরে দাঁড়িয়ে কল্যাণ বলেন, "আমি ওঁনাকে শ্রদ্ধা করি। উনি আমার পেশাতেই ছিলেন। আমাদের প্রাক্তন রাজ্যপাল। বর্তমানে উপরাষ্ট্রপতি। কারও ভাবাবেগে আঘাত করার কোনও অভিপ্রায় ছিল না আমার। মিমিক্রি একধরনের শিল্প। অতীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও লোকসভায় মিমিক্রি করেছিলেন। কিন্তু আমরা গুরুত্ব দিইনি।"
কল্যাণ এও বলেন, "ওটা লোকসভা নাকি রাজ্যসভা ছিল জানি না, তবে মক পার্লামেন্ট চলছিল। এটা যদি উনি নিজের গায়ে মেখে নেন, তাহলে আমি অসহায়। আমার প্রশ্ন, উনি কি সত্যিই রাজ্যসভায় এরকম আচরণ করেন?"
উল্লেখ্য, সংসদে শীতকালীন অধিবেশন চলাকালীন মঙ্গলবার পর্যন্ত মোট ১৪১ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এরপরই নতুন সংসদ ভবনের মকর দ্বারের সিঁড়িতে বসে বিক্ষোভ দেখান সাংসদরা। সেই সময়েই জগদীপ ধনকড়কে "উপহাস" করেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। কল্যাণের সেই আচরণ মোবাইল ফোনে রেকর্ড করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই ভিডিও ছড়িয়ে পড়তেই এবার সরব হয়েছে বিজেপি। দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এমনকী বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে তৃণমূলের প্রতিনিধি দল থেকেও বাদ পড়েন কল্যাণ। কল্যাণের বদলে প্রতিনিধি দলে যুক্ত হন রাজ্যসভায় তৃণমূল সাংসদ নাদিমুল হক।