আজকাল ওয়েবডেস্ক: দেশের সকল চাকরিপ্রার্থীদের নজর রয়েছে এসবিআই ক্লার্ক প্রিলিমিনারি পরীক্ষার দিকে। তবে যদি জানা থাকে কীভাবে জানা যাবে এর ফল তাহলে বেশি সুবিধা হবে।
২০২৫ সালে এসবিআই ক্লার্ক প্রলিমিনারি পরীক্ষা নিয়েছে। এখান থেকে তারা প্রচুর চাকরিপ্রার্থীকে সুযোগ দেবে। ইতিমধ্যেই এর পরীক্ষা হয়ে গিয়েছে। তবে এবার ফল বেরোনোর অপেক্ষা মাত্র। তবে যদি আগে থেকে জানা থাকে কোথায়, কীভাবে জানতে পারবেন এর ফল তাহলে সেখান থেকে অতি সহজেই চাকরিপ্রার্থীরা নিজেদের ফল দেখে নিতে পারবেন।
এই ফল জানতে হলে আপনাকে প্রথমে এসবিআই ডট কো ইন-তে যেতে হবে। তবে যদি কেউ এসবিআই ডট কো ডট ইন বা ওয়েব বা কেরিয়ার লেখেন তাহলে সেখান থেকেও তারা এই ফল জানতে পারেন।
যারা এই পরীক্ষা দিয়েছেন তারা যদি ভুল উত্তর দিয়ে থাকেন তাহলে সেখানে তাদের ৪ ভাগের এক ভাগ নম্বর কাটা যাবে। রয়েছে নেগেটিভ মার্কিং। এই পরীক্ষা হয়েছে ১০০ নম্বরে। সেখানে তিনটি বিভাগে পরীক্ষা হয়েছে। ইংরাজী ভাষা, নম্বর চেনার ক্ষমতা এবং কারণ দেখানোর দক্ষতা।
এসবিআই এই পরীক্ষাটি নিয়েছে কারণ তাদের অনেকগুলি পদ খালি হয়েছে। সেখানে ১৩ হাজার ৭৩৫ টি পদ খালি রয়েছে। এই সমস্ত পদে তারা দক্ষ প্রার্থীদের নিযুক্ত করবে বলেই খবর মিলেছে। মনে করা হচ্ছে এসবিআই ক্লার্ক মেইনের পরীক্ষা হতে পারে ১০ এপ্রিল। তার আগেই প্রিলিমিনারি পরীক্ষার ফল ঘোষণা করা হবে। ব্যাঙ্কের নির্দিষ্ট ওয়েবসাইটে গেলেই এটি পাওয়া যাবে।
যারা প্রথম পরীক্ষার সফল হবেন তাদের কল লেটার দেওয়া হবে। সেটিও জানতে পারবেন ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে। রেজিস্ট্রেশন প্রসেস শুরু হবে ১৭ ডিসেম্বর থেকে। এটি শেষ হবে চলতি বছরের ৭ জানুয়ারিতে। মোট ১৩ হাজার ৭৩৫ টি পদ রয়েছে। সেখানে সবকটি পূর্ণ করা হবে বলেই খবর মিলেছে।
যদি এসবিআই ক্লার্ক প্রিলিমিনারি পরীক্ষার ফল জানতে চান তাহলে প্রথমে এসবিআই ডট কো ডট ইনে ক্লিক করুন। সেখানে হোম পেজে গিয়ে কেরিয়ারে ক্লিক করুন। এরপর এসবিআই ক্লার্ক প্রিলিমিস রেজাল্ট ২০২৫-তে ক্লিক করুন। এরপর লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে। আপনার ফল সঙ্গে সঙ্গেই সামনে ভেসে উঠবে। এরপর রেজাল্টে ক্লিক করে সে়টি ডাউনলোড করতে হবে। সেটিকে প্রিন্ট আউটও করতে পারেন।
