সোমবার ০৫ মে ২০২৫
সম্পূর্ণ খবর
KM | ২৬ মার্চ ২০২৫ ২০ : ০৭Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: প্রকাশ্যে তাঁর দলের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ মানোলো মার্কেজ।
বুধবার এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে গোলশূন্য ড্র করতে কার্যত বাধ্য হয় ভারত।
ম্যাচের শুরু থেকেই ভারতের পারফরম্যান্স আশানুরূপ ছিল না। প্রথমার্ধে দুই দলের কেউই তেমন কোনও আধিপত্য বিস্তার করতে পারেনি বা ধারাবাহিক ভাবে চাপ সৃষ্টি করতে পারেনি।
বিরতির পর খেলায় তীব্রতা ও আক্রমণের গতি বাড়ালেও ভারতের খেলোয়াড়রা বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে এবং বাংলাদেশের দুর্ভেদ্য রক্ষণ তাদের বারবার হতাশ করে।
ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে কোচ মানোলো মার্কেজ তার হতাশা লুকিয়ে রাখেননি। বলেন "কিছু বলার নেই। আমরা ভাগ্যবান যে প্রথমার্ধে একটিও গোল খাইনি। দ্বিতীয়ার্ধে কিছুটা উন্নতি হয়েছিল, তবে তখনও খুব খারাপ খেলেছি। সত্যি বলতে, এটি আমার ফুটবল জীবনের সবচেয়ে কঠিন সাংবাদিক সম্মেলন। কারণ, আমি এখন যা ভাবছি সব বলতে চাই না। আমরা খুবই বাজে খেলেছি, এটুকুই বলব।"
মার্কেজ শুধুমাত্র গোল করতে না পারায় ক্ষুব্ধ নন, বরং তিনি দলের প্রস্তুতি ও মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, "আমি জানি, ম্যাচটা শুরু হয়েছিল একটা ব্যাক পাস দিয়ে। গোলকিপার বলটা একজন খেলোয়াড়ের উদ্দেশ্যে পাঠিয়েছিল, কিন্তু স্ট্রাইকার গোলকিপারকে অতিক্রম করেও বল বাইরে মারে। এটা অভিজ্ঞতার বিষয় নয়, বরং খেলার মধ্যে ঢোকার পদ্ধতির ব্যাপার। আজ শুধু গোলকিপার নয়, প্রায় প্রত্যেক খেলোয়াড় একই ভাবে খেলেছে।"
হতাশাজনক ফলাফলের পরও মার্কেজ স্বীকার করেন যে অন্তত এক পয়েন্ট পাওয়া কিছুটা হলেও স্বস্তির ব্যাপার হতে পারে। এই নিয়ে তিনি বলেন, "খুব বাজে ম্যাচ হয়েছে। কিন্তু আমরা অন্তত এক পয়েন্ট পেয়েছি, হয়তো এটাই সবচেয়ে ভাল দিক। দ্বিতীয়ার্ধে আমরা চেষ্টা করেছি, কিন্তু তা যথেষ্ট ছিল না।"
দলের চোট সমস্যা কোনও অজুহাত হতে পারে না বলে মনে করেন মার্কেজ। বলেন, "অজুহাত দেওয়া সহজ, কারণ অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় দলে নেই—তারা সবার চোট। কিন্তু আমরা এই অজুহাত দিতে পারি না। কারণ, এটাই বাস্তব। দ্বিতীয়ত, আমাদের সব সময় উন্নতি করতে হবে। ভাল ফুটবল খেললেও আমাদের রক্ষণ, আক্রমণ, ট্রানজিশন, এবং সার্বিক খেলার মান উন্নত করতে হবে। আজ আমাদের দিন ছিল না। তবে সামনে আমাদের নতুন সুযোগ আসবে এবং আমরা দ্বিতীয় রাউন্ড থেকে নতুনভাবে শুরু করব।
নানান খবর

নানান খবর

'আবার শ্বাস নিতে পারছি', ইডেনে বিস্ফোরণের পরে স্বস্তি ফিরল রাসেলের মনে

বিসিসিআইয়ের প্রস্তুতি শুরু, কবে ইংল্যান্ড রওনা হচ্ছে ভারতীয় এ দল?

সপ্তাহে তিন বার চলে ডায়ালিসিস, ছেলের দুর্দান্ত ইনিংসেই যাবতীয় যন্ত্রণা ভুলে থাকতে চান প্রভসিমরনের বাবা

বেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দেবে কলকাতা? শাহরুখের বার্তায় থাকল বড় ইঙ্গিত

এখন থেকেই আগামী আইপিএলের চিন্তা শুরু, রেকর্ড গড়া ভারতীয় স্পিনারকে দলে নিল হায়দরাবাদ

ধোনির উইকেট নেওয়ার ইচ্ছাই ছিল না, ভাগ্যক্রমে পেয়ে গিয়েছেন, ম্যাচ জিতিয়ে অকপট যশ দয়াল

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আরও কড়া ভারত, এবার ব্লক করা হল বাবর-রিজওয়ানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও

'ঝড় তুলে দে, আমি তোর পাশে রয়েছি', কোহলির টোটকায় বিরাট পরিবর্তন যশ দয়ালের

তিন বিদেশিকে ছাড়তে চলেছে মোহনবাগান, কারা রয়েছেন সেই তালিকায়?

নিজেকেও ছাপিয়ে যাচ্ছেন কোহলি, আইপিএলে বিরাট নজির আরসিবি তারকার

ব্যর্থ আয়ুষ-জাদেজার মরিয়া লড়াই, দক্ষিণী ডার্বি জিতল আরসিবি, প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত বিরাটদের

আইপিএল চলাকালীন দেশে ফিরে গিয়েছিলেন রাবাদা, প্রকাশ্যে এল আসল কারণ

ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে 'বিরাট' রেকর্ড কোহলির, কমলা টুপির মালিকও তিনি

ইস্টবেঙ্গলের প্রস্তাব পাওয়া মিগুয়েল উধাও বাংলাদেশ থেকে! কোথায় গেলেন তিনি? জানুন মিগুয়েলের অন্তর্ধান রহস্য

'আমার পরিবারে কেউ ফাটল ধরাতে পারবে না, টাইগার অভি জিন্দা হ্যায়', হুঙ্কার টুটু বসুর