আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘদিন বেকার ছিলেন জ্যাফরি অ্যালেন নামে এক ব্যক্তি। বেকারত্ব যেন তাঁর ঘাড়ে চেপে বসেছিল। এরপরেই ওয়েবসিরিজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ আসে তাঁর। আর তাতেই ওই ব্যক্তির ভাগ্যের চাকা ঘুরে যায়। নিমিষেই হয়ে গেলেন তিনি কোটিপতি। আর বিজয়ী প্রতিযোগি হওয়ার পর তিনি যা  বললেন তা নজর কেড়েছে নেটপাড়ায়।

 

ওই ব্যক্তির ছেলে  কিডনির জটিল রোগে আক্রান্ত। বেকার বাবা স্বাভাবিকভাবেই  ছেলের চিকিৎসার টাকা জোগাড় করতে নাজেহাল। তার ওপর আবার তিনি নিজেও মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত। সব মিলিয়ে পরিস্থিতি যেন ওই ব্যক্তির সহায় ছিল না। 

এরপরেই তিনি ওয়েব সিরিজ প্রোগ্রামে অংশগ্রহণ করলে তাঁর সৌভাগ্য ফেরে। ওই ব্যক্তি জয়ী ঘোষণা হয় প্রতিযোগিতায়। সাফল্য পেতে তাঁকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে।

জেতার পর আবেগপূর্ণ অ্যালেন জানান, এই জয় তাঁর কাছে আর্থিক সহয়তার থেকেও বড়। সঙ্গে তিনি আরও বলেন, ''১০ মিলিয়ন অর্থলাভের পাশাপাশি ১০ মিলিয়ান লোক তাঁর সন্তানের অসুস্থতার কথা শুনে তাঁকে আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন।''

জানা গিয়েছে, ওই ব্যক্তি কিডনির জটিল রোগের গবেষণার জন্য একটি সংস্থাকে আর্থিক সাহায্য করেছেন।