শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ২৫ মার্চ ২০২৫ ২২ : ৩০Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ফুটবলের উন্নতিতে এবার নয়া উদ্যোগ নিল টেকনো ইন্ডিয়া গ্রুপ। প্রিমিয়ার লিগের বিখ্যাত ক্লাব ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে চুক্তি হল টেকনো ইন্ডিয়া গ্রুপের। খাস কলকাতায় খুব শীঘ্রই স্থাপিত হতে চলেছে ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল স্কুল। মঙ্গলবার লন্ডনে ম্যাঞ্চেস্টার সিটির অফিসে চুক্তি স্বাক্ষরিত হল দুই পক্ষের। জানা গিয়েছে, কলকাতায় স্কুল তৈরি হওয়ার পর পড়ুয়াদের ফুটবলে ট্রেনিং দেবেন ম্যান সিটির বিশেষজ্ঞ কোচরাই।
আধুনিক মানের পরিকাঠামো, উন্নত মানের ট্রেনিংয়ে তরুণ ফুটবলার গড়ে তোলাই হবে এই ফুটবল স্কুলের মূল লক্ষ্য। স্কুল চালু হওয়ার সময়ই ইংল্যান্ড থেকে উড়িয়ে আনা হবে কোচেদের। শুধু ফুটবলের দক্ষতা নয়, সমানভাবে গুরুত্ব দেওয়া হবে শারীরিক এবং মানসিক বিকাশের ওপরেও। ৩ থেকে ১৭ বছর বয়সী খেলোয়াড়দের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। বিশেষ প্রতিভাবান ফুটবলারদের নিয়ে যাওয়া হবে ব্রিটেনে। সেখানে ম্যাঞ্চেস্টার সিটির নিজস্ব পরিকাঠামোতে অনুশীলন করতে পারবেন তারা। পাশাপাশি, অভিজ্ঞতা অর্জন হবে আন্তর্জাতিক ফুটবলেরও।
চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর মুখ্যমন্ত্রী বলেন, “ইংল্যান্ডের সঙ্গে আমাদের আবেগের সম্পর্ক। আপনারা জানেন বাংলা কতটা ফুটবল ভালোবাসে। কতটা ক্রিকেট ভালোবাসে। বাংলার তিনটি ক্লাব ভীষণ গুরুত্বপূর্ণ। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান। আরও অনেক ক্লাব আছে। আমি সবার জন্য গর্বিত। আমি খুশি যে সত্যমরা এই চুক্তি করল।”
প্রত্যেক ফুটবলারের পারফরম্যান্স মূল্যায়ন করে রিপোর্ট দেবেন ম্যান সিটির ফুটবল বিশেষজ্ঞরা। সেখানেই বলা হবে, কোন ফুটবলারের কোন জায়গায় উন্নতির দরকার। স্বপ্নদ্রষ্টা সত্যম রায় চৌধুরী কর্তৃক প্রতিষ্ঠিত টেকনো ইন্ডিয়া গ্রুপ ভারতের অন্যতম নামকরা শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের মধ্যে উন্নত এবং মানসম্মত শিক্ষা প্রদান এবং সামগ্রিক উন্নয়নের জন্য নিবেদিত। একাধিক স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে টেকনো ইন্ডিয়া গ্রুপ গত ৪০ বছর ধরে দেশের শিক্ষার ভবিষ্যত গঠনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
ম্যাঞ্চেস্টার সিটির মতো ঐতিহ্যবাহী ক্লাব এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের মধ্যে এই চুক্তিকে ‘গর্বের মুহূর্ত’ বলে উল্লেখ করেছেন টেকনো ইন্ডিয়া গ্রুপের ডিরেক্টর দেবদূত রায়চৌধুরী। তাঁর কথায়, ‘এই চুক্তি আমাদের কাছে অত্যন্ত গর্বের। কলকাতার ফুটবল ঐতিহ্যের সঙ্গে ম্যাঞ্চেস্টার সিটির বিশ্বমানের প্রশিক্ষণ পদ্ধতির সংমিশ্রণে ভবিষ্যতের চ্যাম্পিয়নরা তৈরি হবে’।
সিটি ফুটবল গ্রুপের ফুটবল শিক্ষা বিভাগের ম্যানেজিং ডিরেক্টর জর্জিনা বুস্কেটস জানান, ‘টেকনো ইন্ডিয়া গ্রুপের সঙ্গে কলকাতায় আমাদের প্রথম ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল স্কুল খুলতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ম্যাঞ্চেস্টারে আমাদের যে পদ্ধতি ব্যবহার করে ট্রেনিং চলে এখানেও সেভাবেই ফুটবল শেখানো হবে।
ম্যাঞ্চেস্টার থেকে কোচেরা আসবেন। তৃণমূল স্তর থেকে শুরু করে সমস্ত স্তরে ফুটবলারদের তৈরি করাই হবে আমাদের প্রধান লক্ষ্য’। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ম্যাঞ্চেস্টার সিটি বর্তমানে বিশ্ব ফুটবলে অন্যতম শক্তিশালী ক্লাব। তরুণ প্রতিভাকে ফুটবলার হিসেবে তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত পরিচিত নাম ইপিএলের এই ক্লাব।
নানান খবর
নানান খবর

বিমান মাটি থেকে আকাশে ওড়ার মুহূর্তে কেন এসি বন্ধ থাকে? জেনে নিন

চাঁদের মাথায় উঠবে শুক্র-শনি, বিপদ নাকি সুসময়-কী বলছে নাসা

আগে দেখা যায়নি কখনও, এমন রং খুঁজে পেয়ে গিয়েছেন বিজ্ঞানীরা! কী নাম রাখা হল?

লক্ষ লক্ষ বছর ধরে মাটির নীচে লুকিয়ে ছিল, নতুন মহাদেশ আবিষ্কার করে ফেললেন বিজ্ঞানীরা

মোদির প্রশংসায় পঞ্চমুখ ইলন মাস্ক, চলতি বছরের শেষেই ভারতে আসার ঘোষণা

বিশ্বের এইসব দেশে কনডম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ! জানেন দেশগুলির নাম?

১৯৭১-এর জন্য ক্ষমা চাক পাকিস্তান, দাবি ইউনূসের বাংলাদেশের, চাওয়া হল অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনাও

মুর্শিদাবাদে ওয়াকফ উত্তেজনা: বাংলাদেশ মুখ খুলতেই সপাটে থাপ্পড় ভারতের

‘প্রেমের পাখি’ ইলন মাস্ক! কোন মায়াজালে মহিলাদের জড়িয়ে ফেলেন টেসলা কর্তা

আরও সস্তা হবে টেলিভিশন, সকলের হাতে আসছে কোন বিকল্প

ইউক্রেনে ভারতীয় সংস্থার গুদামে হামলা, অভিযোগ উড়িয়ে দিল মস্কো

খাবারের মেনু বদলালেও বদলায়নি সংস্কৃতি, বৈশাখী আনন্দে মেতে প্রবাসীরাও

বুলেট ট্রেনের সামনের অংশ সর্বদা পাখির ঠোঁটের মতো ছুঁচলো আকৃতির হয়, কারণ জানেন?

এই দেশে নেই কোনও হাসপাতাল, জন্মগ্রহণ করে না কোনও শিশু! জানলে অবাক হবেন...

মানুষ নয়, শুক্রাণুদের দৌড় প্রতিযোগিতা আয়োজিত হবে এবার! সারা বিশ্বে এই প্রথম