আজকাল ওয়েবডেস্ক:‌ ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্সের পুরস্কার। আসন্ন ইংল্যান্ড সিরিজে ভারতীয় দলে সুযোগ পেতে চলেছেন করুণ নায়ার। পিটিআই সূত্রে এমনটাই দাবি করা হয়েছে। 


এবার রনজি ট্রফিতে বিদর্ভের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন নায়ার। এক ইনিংসে ৩০০ রান করার নজির গড়েছেন। নয় ম্যাচে করেছেন ৮৬৩ রান। গড় ৫৪। তার মধ্যে চারটি শতরান ও দুটি অর্ধশতরান রয়েছে।


বিজয় হাজারে ট্রফিতে এবার সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন নায়ার। রঞ্জিতে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক এবার নায়ার। তাছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ৩০০ রান করার নজিরও আছে নায়ারের। 


সূত্রের খবর, আইপিএলের প্লে অফ চলাকালীনই ইংল্যান্ড টেস্ট সিরিজের দল ঘোষণা হতে পারে। অর্থাৎ আইপিএলে ক্রিকেটারদের পারফরম্যান্স দেখে নিতে চাইছে বিসিসিআই। ওই সূত্রে দাবি করা হয়েছে, ‘‌এখনও দল নির্বাচন হতে অনেক দেরি আছে। মনে করা হচ্ছে আইপিএলের প্লে অফের সময়েই টেস্ট সিরিজের দল ঘোষণা হতে পারে। তখনই আসল ছবিটা স্পষ্ট হবে।’‌


ওই সূত্রে আরও দাবি করা হয়েছে, ইংল্যান্ডে টেস্ট সিরিজে রোহিত শর্মাই থাকবেন অধিনায়ক। বর্ডার গাভাসকার ট্রফিতে রোহিত রান পাননি। রান পাননি ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দুরন্ত খেলেছিলেন রোহিত। ম্যাচ সেরার পুরস্কার পান। এরপরই চিত্রটা বদলেছে। রোহিতকে নিয়ে ওঠা জল্পনা থেমেছে।