আজকাল ওয়েবডেস্ক: ঋতুরাজ গায়কোয়াড় অধিনায়ক হলেও আসল কলকাঠি নাড়েন এমএস ধোনি। চেন্নাইয়ের অন্দরমহলের এই চিত্র সবারই জানা। দলের পেছনে মহজাস্ত্র এখনও সেই মাহিই। তবে এই দাবি উড়িয়ে দিলেন আইপিএলের অন্যতম সেরা অধিনায়ক। বরং ধোনির পাল্টা দাবি, নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার চেষ্টা করছেন, নতুন শট আবিষ্কারের চেষ্টা করছেন যাতে আইপিএলে প্রাসঙ্গিক থাকতে পারেন। প্রথম ম্যাচে মুম্বইকে ৪ উইকেটে হারানোর পর ঋতুরাজের অধিনায়কত্ব, নিজের ফর্ম সহ নানা বিষয়ে খোলামেলা আলোচনা করেন। ধোনি বলেন, 'ব্যাটাররা এখন ঝুঁকি নিতে চায়। ওরা বিশ্বাস করে, ক্রিকেট অভিধান মেনেই বড় শট খেলা যায়। শট সিলেকশনেও নতুনত্ব আনতে চায়। সেটা ফাস্ট বোলারের বিরুদ্ধে রিভার্স স্কুপ হোক বা সুইপ। আমি আলাদা নয়। আমাকেও মানিয়ে নিতে হয়। আমি যে পজিশনে ব্যাট করছি, তাতে এটাই দরকার। আমরা ২০০৮ সালে যেভাবে খেলেছি, তার সঙ্গে গত বছরের কোনও মিল নেই। আগে উইকেটে অনেক টার্ন থাকত। তবে এখনকার উইকেট অনেক বেশি ব্যাটিং সহায়ক।'
আগের বছর ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে দায়িত্ব তুলে দেন ধোনি। সিএসকের প্রাক্তন অধিনায়কের দাবি, তাঁর সঙ্গে আলোচনা হলেও, পরামর্শ মানতে ঋতুরাজকে বাধ্য করেন না। এই প্রসঙ্গে ধোনি বলেন, 'বেশ কয়েকবছর ধরে ঋতুরাজ আমাদের অঙ্গ। ওর টেম্পারামেন্ট ভাল। মাথা ঠাণ্ডা। সংগঠিত। সেই কারণেই ওকে অধিনায়ক বেছে নেওয়া হয়েছে। টুর্নামেন্ট শুরুর আগে আমি ওকে বলেছি, আমার পরামর্শ শোনা বাধ্যতামূলক নয়। আমি যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করব। আগের বছর অনেকেই ভেবে নিয়েছিল, পেছন থেকে সব সিদ্ধান্ত আমি নিচ্ছি। কিন্তু ও নিজেই ৯৯ শতাংশ সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে বোলিং পরিবর্তন, ফিল্ডিং পরিবর্তনের সিদ্ধান্ত ওর ছিল।' বিরাট কোহলির সঙ্গে সম্পর্ক নিয়েও মুখ খোলেন ভারতের অন্যতম সেরা অধিনায়ক। ধোনি জানান, গত কয়েক বছরে কোহলির সঙ্গে তাঁর সম্পর্ক আরও ঘন হয়েছে।
