আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ। শনিবার আবহাওয়ার কমবেশি পরিবর্তন সব জায়গাতেই। কালো মেঘ, ঝোড়ো হাওয়া ও বৃষ্টি। শনিবার দুপুরে সিকিমের একাধিক পর্যটন কেন্দ্রে তুষারপাতের ফলে আল্লাদে আটখানা পর্যটকরা।
এদিন সিকিমের ছাঙ্গু লেক, নাথুলা ও বাবা মন্দির সংলগ্ন এলাকা গুলিতে ব্যাপক তুষারপাত হয়। ভরা বসন্তে পাহাড়ে ছুটি কাটাতে এসে এই তুষারপাত যেন উপরি পাওনা পর্যটকদের কাছে। শনিবার ছাঙ্গু লেকের কাছে বরফ পড়তেই আনন্দে মেতে ওঠেন পর্যটকরা। সেলফি, রিলস বানিয়ে সেই মুহূর্তটিকে মুঠোফোনে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন বহু পর্যটক।
অপরদিকে, তুষারপাতে বরফের আস্তরণ পড়ে গাড়ি থেকে শুরু করে রাস্তার ওপর। গাড়ি এবং রাস্তা, সাদা হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। এই মুহূর্তে সিকিমে ব্যাপক ভিড় রয়েছে পর্যটকদের। যার কারণে পর্যটকদের সুরক্ষায় সিকিম প্রশাসনের পক্ষ থেকে নজরদারি সক্রিয় রয়েছে।
একদিকে যেমন মুঠোফোনে তুষারপাতের দৃশ্য পর্যটকরা ক্যামেরাবন্দি করে রাখেন, তেমনি দলা দলা তুষার একে অপরের দিকে আনন্দে ছুঁড়তেও থাকেন কেউ কেউ। এককথায়, আচমকা এই তুষারপাত যেন মুহূর্তেই আনন্দে ভাসিয়ে দিল পর্যটকদের।
