আজকাল ওয়েবডেস্ক:‌ ইডেনে নজিরের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি। চাই আর ৩৮ রান। তাহলেই তৃতীয় ব্যাটার হিসেবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলে ১০০০ রান করার কৃতিত্ব ছোঁবেন বিরাট। 


আইপিএলে কেকেআরের বিরুদ্ধে ২৮ ইনিংসে ১০৯৩ রান করেছেন অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নার। গড় ৪৩.‌৭২। তার মধ্যে দুটি শতরান ও ছ’‌টি অর্ধশতরান রয়েছে। তিনিই শীর্ষে।


দুইয়ে আছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি কেকেআরের বিরুদ্ধে ৩৪ ইনিংসে ১০৭০ রান করেছেন। গড় ৩৯.‌৬২। রয়েছে একটি শতরান ও ছ’‌টি অর্ধশতরান।


তবে কোহলি ইতিমধ্যেই দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১০০০ এর বেশি রান করে ফেলেছেন। তিন দলের বিরুদ্ধে হাজারের উপর রান করার কৃতিত্ব আর কোনও ব্যাটারের নেই। সর্বোচ্চ দুই দলের বিরুদ্ধে হাজারের উপর রান করার নজির আছে ওয়ার্নার ও রোহিতের। দুই ব্যাটারেরই এই কৃতিত্ব রয়েছে পাঞ্জাব ও কেকেআরের বিরুদ্ধে।


কোহলি ইতিমধ্যেই কলকাতার বিরুদ্ধে করে ফেলেছেন ৯৬২ রান। শনিবার আর ৩৮ রান করলেই চার দলের বিরুদ্ধে হাজার রান করার বিরল নজির গড়ে ফেলবেন তিনি। কেকেআরের বিরুদ্ধে ৩১ ইনিংসে কোহলির রান ৯৬২। গড় ৩৮.‌৪৮। রয়েছে একটি শতরান ও ছ’‌টি অর্ধশতরান।


আরও রেকর্ডের মুখে দাঁড়িয়ে কোহলি। আর ১১৪ রান করলেই প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টি২০ ক্রিকেটে ১৩ হাজার রানের নজির গড়বেন বিরাট। আর আইপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড তো কোহলির দখলেই রয়েছে।