আজকাল ওয়েবডেস্ক: শনিবার থেকেই শুরু হয়ে যাচ্ছে আইপিএল। ইডেনে প্রথম ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিকে, টুর্নামেন্টের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস ইতিমধ্যেই তাদের তারকাখচিত ধারাভাষ্য প্যানেলের ঘোষণা করেছে।
দেশ বিদেশের তারকা প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা থাকছেন প্যানেলে। তালিকায় আছেন বীরেন্দ্র শেহবাগ, শিখর ধাওয়ান, হরভজন সিং, অনিল কুম্বলে, সুরেশ রায়না, কেন উইলিয়ামসন, এবিডি’ভিলিয়ার্স, অ্যারন ফিঞ্চ, রবীন উথাপ্পা, অম্বাতি রায়ডু, মহম্মদ কাইফ, পীযূষ চাওলা, সুনীল গাভাসকার, নভজ্যোত সিং সিধু, আকাশ চোপড়া, সঞ্জয় মঞ্জরেকার, মাইকেল ক্লার্ক, ম্যাথু হেডেন, মার্ক বাউচার, আরপি সিং, শেন ওয়াটসন, সঞ্জয় বাঙ্গার, বরুণ অ্যারন, প্রজ্ঞান ওঝা, অজয় জাদেজা।
প্রসঙ্গত, এবার আইপিএল নিলামে কোনও দলই নেয়নি কিউয়ি ক্রিকেটার কেন উইলিয়ামসনকে। তিনি অবিক্রিত ছিলেন। কিন্তু আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে থাকছেন উইলিয়ামসন। জাতীয় ভাষার ধারাভাষ্যকার হিসেবে থাকবেন তিনি।
এটা ঘটনা, দু’বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন কেন উইলিয়ামসন। ২০১৬ সালে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দরাবাদের স্কোয়াডের অংশ ছিলেন তিনি। ২০২২ সালে গুজরাট টাইটান্সের হয়েও শিরোপা জিতেছেন উইলিয়ামসন। এবার দল না পেলেও অন্য ভূমিকায় আইপিএলের সঙ্গে যুক্ত থাকতে চলেছেন কেন উইলিয়ামসন।
