আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি এবার মিমিক্রি করলেন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে। সংসদের বাইরে সাসপেনশন নিয়ে প্রতিবাদ দেখাচ্ছিলেন বিরোধী সাংসদরা। সেই সময় একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় উপ রাষ্ট্রপতিকে নকল করছেন তৃণমূল সাংসদ। সেই ছবি ক্যামেরাবন্দি করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই ঘটনাটিকে লজ্জাজনক বলে আখ্যা দেন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড়। প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর সংসদে স্মোক হামলার ঘটনা ঘটে। সংসদ চত্বরে নিরাপত্তার গাফিলতির প্রশ্ন ওঠে। ইতিমধ্যেই এই ঘটনার জেরে ৬ জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। বিরোধীরা সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করেন। সংসদের উভয়কক্ষে এর জেরে সাসপেন্ড হন ১৪১ জন সাংসদ। এরই মাঝে উপ রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যানকে নিয়ে এই ধরণের একটি ভিডিওকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, দেশবাসী দেখুক বিরোধী সাংসদদের এই কারণেই সাসপেন্ড করা হয়েছে। এর থেকেই বোঝা যায় সংসদের ভিতরে বিরোধী সাংসদদের আচরণ কেমন হয়।