নিজস্ব সংবাদদাতা: ‘খাকি ২’ সম্পর্কে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় খুলে-আম বলেছিলেন, ‘বাঘ-সিংহ একসঙ্গে আসছে’। তবে বাংলায় নয়, হিন্দি এই ওয়েব সিরিজে।বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে যে রগরগে এক থ্রিলার উপহার দিতে চলেছেন পরিচালক নীরজ পাণ্ডে, ট্রেলার দেখেই তা বেশ টের পাওয়া গিয়েছিল। উত্তরোত্তর চড়েছিল দর্শকের আগ্রহের পারদ।  বন্দুক, কার্তুজ, খুনোখুনির ককটেল—এই সবকিছু মিলে এক টানটান উত্তেজনায় মোড়া রহস্যের জাল বুনেছে ‘খাকি ২’।কলকাতার পেটের মধ্যেই যেন লুকোনো ছিল আরও এক অন্য কলকাতা। নীরজ পাণ্ডে নিবেদিত এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন দেবব্রত মণ্ডল ও তুষারকান্তি রায়। সদ্য মুক্তি পেয়েছে খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’। আর তারপরেই  জিৎকে শুভেচ্ছা জানালেন দেব। শুধু তাই নয়, জিৎ-প্রসেনজিৎকে বাংলার ‘রয়্যাল বেঙ্গল টাইগার’ বলেও সম্বোধন করলেন ‘খাদান’-এর তারকা! 

 


ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টার স্টোরিতে খাকি ২ তে  পুলিশ অফিসার ‘অর্জুন মৈত্র’ লুকে জিতের ছবি শেয়ার করে দেবের মন্তব্য, “গোটা টিমকে অসংখ্য শুভেচ্ছা। আমার রয়্যাল বেঙ্গল টাইগারদের জন্য ভীষণ গর্ব হচ্ছে।” 

 

 

উল্লেখ্য,জাতীয় স্তরেও বেশ প্রশংসা কুড়োচ্ছে এই সিরিজ।  বিশেষ করে জিৎ-প্রসেনজিতের দ্বৈরথ নজর কেড়েছে। সমাজমাধ্যমে বাঙালি দর্শক-অনুরাগীদের বক্তব্য – “এক দিনেই হিট খাকি ২।” তবে অন্যান্য রাজ্যেও ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ ইতিমধ্যেই দর্শকদের মাঝে উত্তেজনা ছড়িয়েছে। এবার দেখার, পর্দায় জিৎ-প্রসেনজিৎ জুটির ঝলক নেটফ্লিক্সের দর্শকদের কতটা মাতিয়ে রাখে!