জটিলতা, ঝামেলা কাটিয়ে অবশেষে সাতপাকে বাঁধা পড়েছে এলা এবং গোরা। মৈনাকের শত ষড়যন্ত্রের পরও আটকানো যায়নি তাদের বিয়ে। শেষ পর্যন্ত চার হাত এক হয়েছে নায়ক নায়িকার। কিন্তু একি! এবার বিয়ে হতে না হতেই নতুন স্ত্রীকে নিয়ে গোরার মনে সন্দেহ জাগল। ভুল বুঝল সে এলাকে! 

সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকের একটি নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় আহত অবস্থায় শুয়ে মৈনাক। তার হাতে, মাথায় সর্বত্র ব্যান্ডেজ বাঁধা। আধ শোয়া অবস্থায় কথা বলছে বোনের সঙ্গে। আর তাদের সেই কথপোকথন দরজার কাছে দাঁড়িয়ে শুনছে গোরা। কিন্তু কী বলছে মৈনাক? সে জানায় গোরা ঠিকই ছিল, এসব প্রেম ভালবাসা আদতে স্ক্যাম। মরে যাওয়া ছাড়া তার আর কোনও পথ নেই বলেও জানায়। এরপরই মৈনাক বলে এলা লাঞ্চবক্সে করে ওকে অনেক চিঠি দিয়েছে। দিয়েছে অনেক উপহার। এমনকী নায়িকা নাকি মৈনাককে মনের কথা জানিয়ে বলেছে যে সে ওকে ভালবাসে। কিন্তু এসবই মিথ্যে। মৈনাক সবটাই গোরাকে শোনানোর জন্য, ওর মনে এলাকে নিয়ে ভুল ধারণা তৈরি করার জন্য করেছে। আর গোরা তো এমনই প্রেম, ভালবাসার বিরোধী। এলা এবং তার বাড়ির লোককে শিক্ষা দিতে এই বিয়েটা করেছিল। সেখানে বিয়ের পর নতুন স্ত্রীর নামে এই কথা শুনে স্বাভাবিক ভাবেই কষ্ট পায় গোরা। ভেঙে পড়ে। জানায় সে প্রত্যাশা করেনি যে এলা তাকে এভাবে ঠকাবে। এবার তাদের সম্পর্কে কী পরিণতি হয় সেটাই দেখার। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকের আরও একটি প্রোমো সম্প্রতি প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখানো হয়েছে, ফুলশয্যার রাতেই বউয়ের হাতে ডিভোর্স পেপার ধরাবে গোরা। জানাবে ছয় মাস পর্যন্ত তারা বিবাহিত থাকার নাটক করবে, তারপর যে যার মতো আলাদা হয়ে যাবে। তখন এলা তাকে জানায়, সে এই ছয় মাসে গোরার মনে তার জন্য ভালবাসা তৈরি করিয়েই ছাড়বে। ভালবাসায় তার বিশ্বাস ফিরিয়ে আনবে। সবটা মিলিয়ে এই গল্পে আগামীতে কী হয় সেই দিকেই নজর থাকবে দর্শকদের। 

প্রসঙ্গত, এই 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকে এলার ভূমিকায় দেখা যাচ্ছে শোলাঙ্কি রায়কে। অন্যদিকে গোরার ভূমিকায় রয়েছেন গৌরব চট্টোপাধ্যায়। তাঁদের দু'জনকে এর আগে দর্শক 'গাঁটছড়া' ধারাবাহিকে দেখেছেন। সেখান থেকেই জনপ্রিয় হয় 'খড়িদ্ধি' জুটি। সেই গল্পের মাঝপথে ধারাবাহিক ছেড়ে দেন শোলাঙ্কি, তারপর থেকেই দর্শকদের তরফে দাবি করা হতে থাকে এই জুটি ফেরানোর। অবশেষে সেই দাবি বাস্তবায়িত হল। গত বছরের শেষ দিকে শুরু হয়েছে 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকের পথচলা। এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরেছেন শোলাঙ্কি রায়। এখানে মৈনাকের চরিত্রে রয়েছেন অভিনেতা কৌশিক রায়। এই ধারাবাহিকটি রোজ স্টার জলসার পর্দায় দেখা যায়। সম্প্রচারিত হয় রাত সাড়ে নয়টা থেকে।