আর মাত্র কটাদিনের অপেক্ষা। তারপরই কুল, হলুদ ফুল, দোয়াত, কলম সহযোগে পূজিত হবেন বিদ্যার দেবী সরস্বতী। সাড়ম্বরে বাগদেবীর আরাধনার পাশাপাশি এই মন্ত্র জপ করুন, উচ্চশিক্ষা হোক বা কম্পিটিটিভ পরীক্ষা, সাফল্য আসবেই। উন্নতিও হবে চোখে দেখার মতো। ছবি- এআই দ্বারা নির্মিত
2
7
বসন্ত পঞ্চমীকে অভুজ মহরত বলা হয়। অর্থাৎ এটি বছরের সেই দিনগুলোর একটি যেখানে পঞ্জিকা দেখতে হয় না। চাঁদের অবস্থানও এবার ভাল জায়গায় থাকবে বীণাপাণির পুজোর দিন, ফলে মানসিক শান্তি পাবেন। আর কী কী করণীয় দেবীর আশীর্বাদের জন্য, কোন মন্ত্র পাঠ করবেন জেনে নিন। ছবি- এআই দ্বারা নির্মিত
3
7
এদিন সাদা চন্দন দেবী সরস্বতীকে অর্পণ করে ১০৮ বার জপ করুন ওম এইম সরস্বতৈয় এইম নমঃ। এটি সাফল্য যেমন আনে তেমনই উন্নতিতে সাহায্য করে। নতুন কাজের উৎস তৈরি করে। ছবি- এআই দ্বারা নির্মিত
4
7
জ্ঞান আরোহণ করতে চাইলে, স্মৃতিশক্তি বাড়াতে চাইলে এক কৌটো জাফরান, তিনটি খুঁতহীন কাঁচা হলুদ, ১৫০ গ্রাম সন্ধক লবণ, পঞ্চরত্ন এবং পাঁচটি কড়ি একটি হলুদ কাপড়ে বেঁধে সন্তানের বা আপনার পড়ার জায়গায় রেখে দিন। এতে মনোযোগ বাড়বে। স্মৃতি বাড়বে। জ্ঞান বৃদ্ধি হবে। ছবি- এআই দ্বারা নির্মিত
5
7
সন্তানের বা আপনার নিজের যদি পড়াশোনায় একদম মন না বসে তাহলে লক্ষ্যে অবিচল থেকে মনোসংযোগ বাড়ানোর জন্য সরস্বতী পুজোর দিন হলুদ ফুল, হলুদ ফল, হলুদ বা জাফরান মাখানো চাল বাগদেবীকে অর্পণ করুন। এবং একই সঙ্গে পাঠ করুন, 'ওম হৃম হৃম সরস্বতৈয় নমঃ।' ছবি- এআই দ্বারা নির্মিত
6
7
কথায় জড়তা থাকলে এই টোটকা পালন করুন। একই সঙ্গে দেবীর কৃপায় পেতে চাইলেও করতে পারেন। কী করবেন? হলুদ পোশাক পরে পুজোয় বসুন। তারপর হলুদ ফুল এবং হলুদ মাখানো চাল দেবীকে অর্পণ করে ১০৮ বার বলুন, ওম এইম বাগদেবৈয় বিধমাহে ধিমহি তন্ন দেবী প্রাচোদায়াত। ছবি- এআই দ্বারা নির্মিত
7
7
বাড়িতে দেবীর মূর্তি এনে ৩৬৫ দিন পুজো করুন। রোজ একটি করে নীল বা সাদা ফুল অর্পণ করুন। এবং দেবীর কাছে প্রার্থনা করুন ভাল রেজাল্ট, মনোসংযোগের জন্য। ৪০ দিনের মধ্যেই ফলাফল দেখতে পাবেন। ছবি- এআই দ্বারা নির্মিত