সরস্বতী পুজোর দিন মানেই সকাল সকাল হলুদ মেখে স্নান সেরে নতুন শাড়ি বা পাঞ্জাবি পরে বাগদেবীর পায়ের কাছে পড়াশোনা, নাচ, গানের সমস্ত সরঞ্জাম রেখে ভক্তিভরে পুরোহিতের সঙ্গে 'জয় জয় দেবী চরাচর সারে...' পাঠ করা। সঙ্গে খিচুড়ি, লাবড়া, স্কুল বা কলেজের পুজো আর চুটিয়ে প্রেম! কিন্তু এই বছরের সরস্বতী পুজো কবে পড়েছে? সেরা সময়ই বা কী আরাধনা করার? জেনে নিন সমস্ত খুঁটিনাটি। ছবি- এআই দ্বারা নির্মিত
2
6
সরস্বতী পুজোর দিন: অনেকের মধ্যেই দ্বিধা দেখা যাচ্ছে যে কবে সরস্বতী পুজো। বৃহস্পতিবার নাকি শুক্রবার? অর্থাৎ ২২ না ২৩ তারিখ? তাহলে জানাই বৃহস্পতিবার মধ্যরাতে লাগছে পঞ্চমী তিথি। ফলে বাগদেবীর পুজো হবে শুক্রবারই। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ২৩ জানুয়ারি রাত ২.২৮ মিনিট লাগছে পঞ্চমী তিথি। ছাড়ছে ২৪ জানুয়ারির রাত ১.৪৬ মিনিটে। ছবি- সংগৃহীত
3
6
সরস্বতী পুজোর সেরা সময় কখন এবার?: ২৩ জানুয়ারি হিসেব মতো সব জায়গায় পুজো হবে সরস্বতী দেবীর। তবে সকাল ৭ টা ১৩ মিনিট থেকে দুপুর ১২ টা ৩৩ মিনিট পর্যন্ত শ্রেষ্ঠ সময় সরস্বতী পুজো করার। ছবি- এআই দ্বারা নির্মিত
4
6
কী কী ছাড়া সরস্বতী পুজো একদমই হয় না? : প্রথমবার বাড়িতে একা সরস্বতী দেবীর আরাধনা করবেন? তাহলে এই জিনিসগুলো অবশ্যই কিনবেন। সরস্বতী দেবীর মূর্তি বা ছবি। হলুদ কাপড়ের উপর দেবীর মূর্তি বা ছবি রাখবেন। তাই হলুদ কাপড় লাগবে। লাগবে হলুদ ফুল। ছবি- এআই দ্বারা নির্মিত
5
6
কলা, আপেল সহ ৫ রকমের ফল দেবেন। কুল অবশ্যই দেবেন এদিন দেবীকে। সঙ্গে দোয়াত, কলম রাখবেন। এছাড়া মিষ্টি, ধূপ, ধুনো, প্রদীপ, সিঁদুর, সাদা চন্দন তো আছেই। দেবীর পায়ের কাছে বই, খাতা, ঘুঙুর, হারমোনিয়াম, ইত্যাদি রাখতে পারেন। ছবি- এআই দ্বারা নির্মিত
6
6
সকাল সকাল এদিন হলুদ মেখে স্নান করে হলুদ বা সাদা নতুন বা কাচা পোশাক পরে ভক্তি ভরে দেবীর আরাধনা করুন। বাড়িতে আলপনা দিতে পারেন। চেষ্টা করুন অঞ্জলি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিছু না খাওয়ার। এছাড়াও এই দিন আমিষ না খেয়ে, নিরামিষ খান। ছবি- এআই দ্বারা নির্মিত