আজকাল ওয়েবডেস্ক: বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মার। বৃহস্পতিবার মুম্বইয়ের কোর্টে শুনানি হয়। চাহালের আইনজীবী নীতিন কুমার গুপ্ত সংবাদমাধ্যমকে জানান, দু'জন আর স্বামী-স্ত্রী নন। তিনি বলেন, 'কোর্ট ডিভোর্সে মঞ্জুর করে দিয়েছে। কোর্ট দুই পার্টির যৌথ আবেদন গ্রহণ করেছে। তাঁরা আর স্বামী-স্ত্রী নয়।' হাতে একটি জ্যাকেট নিয়ে কোর্ট ছাড়তে দেখা যায় চাহালকে। ভারতীয় স্পিনারের টি-শার্টে লেখা ছিল, 'নিজেই নিজের সুগার ড্যাডি হন।' সেই নিয়ে নেটমাধ্যমে শোরগোল পড়ে যায়। অন্যদিকে, সাদা টি-শার্ট, নীল জিন্সে দেখা যায় ধনশ্রীকে। চোখে সানগ্লাস এবং মুখে কালো মাস্ক।
বান্দ্রা কোর্টে যাওয়ার সময় ধনশ্রীর একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এই ভিডিও। ভিড়ের মধ্যে একজন মহিলা মাটিতে পড়ে যাওয়ায় মেজাজ হারান চাহালের প্রাক্তন স্ত্রী। পাপারাজ্জিদের ওপর প্রচণ্ড চটে যান। ধমকও দেন। ধনশ্রী বলেন, 'আপনারা কী করছেন? এটা কেমন ধরনের আচরণ?' গাড়ি থেকে নেমে বান্দ্রা কোর্টে প্রবেশের আগে তাঁকে ঘিরে ধরে প্রচারমাধ্যম। ধাক্কাধাক্কির মধ্যে একজন মহিলা পড়ে যায়। তারই প্রতিক্রিয়া জানান ধনশ্রী। ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করার পরই বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়। ২০২০ সালের ডিসেম্বরে গাঁটছড়া বাঁধেন চাহাল এবং ধনশ্রী। চার বছর পর আলাদা হলেন তারকা দম্পতি। তবে গত দু'বছর ধরেই তাঁরা আলাদা থাকতেন। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি তাঁরা বিবাহ বিচ্ছেদের দাবি করে। ২২ মার্চ থেকে আইপিএল শুরু হওয়ায় বোম্বে হাইকোর্টের নির্দেশে তার আগেই বিবাহ বিচ্ছেদ গৃহীত হল।
