আজকাল ওয়েবডেস্ক: বর্ষবরণের আগে ফের দেশে করোনার ভ্রুকুটি। মঙ্গলবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪২ জন। দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হল ১৯৭০ জন। কর্ণাটকে একজন করোনায় মারা গিয়েছেন বলেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর মিলেছে। এর আগে করোনায় ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাদের মধ্যে কেরালায় ৫ জন এবং উত্তরপ্রদেশে একজন। সবমিলিয়ে সাতজনের মৃত্যু হয়েছে করোনায়। যদিও সুস্থতার হার এইসময়ে দেশে রয়েছে ৯৮ দশমিক ৮১ শতাংশ। বিগতবারেও কেরালার হাত ধরেই দেশে করোনার বাড়বাড়ন্ত শুরু হয়েছিল। তাই এবার আগে থেকেই সতর্ক কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কর্ণাটকে ইতিমধ্যেই ফের মাস্ক ব্যবহার নিয়ে জারি হয়েছে নির্দেশিকা। বিশেষত প্রবীণদের মাস্ক ব্যবহার করার ওপর জোর দিতে বলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তবে সামনেই বর্ষবরণ এবং তারপরই নতুন বছর উপলক্ষ্যে দেশের বিভিন্ন ভ্রমণস্থানগুলিতে জনসমাগম হবে। তাই আগে থেকেই সতর্ক হতে চায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
