আজকাল ওয়েবডেস্ক: বিজেপি সরকারকে একহাত নিলেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা। ইতিমধ্যেই সংসদের উভয়কক্ষ থেকে ৭৮ জন বিরোধী সাংসদ সাসপেন্ড হয়েছেন। তাঁরা সকলেই সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য দাবি করেছিলেন। সংসদে বিরোধীদের সাসপেন্ড করে একতরফাভাবে সংসদের কাজ চালানোর নীতি নিয়েছে বিজেপি সরকার, অভিযোগ সুরজেওয়ালার। তাঁর আরও অভিযোগ, বিগত ৭৫ বছরে সংসদে যা হয়নি বর্তমানে তাই হয়েছে। এই ঘটনা গণতন্ত্রের ওপর বড়সড় আঘাতের সমান। দেশের সংবিধান আক্রান্ত হয়েছে। গণতন্ত্রের ওপর দিয়ে বুলডোজার চালানো হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার সাসপেনশনের প্রতিবাদে সংসদের বাইরে গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ দেখায় "ইন্ডিয়া" জোটের সাংসদরা। প্রসঙ্গত, সোমবারই নতুন সংসদের নিরাপত্তা নিয়ে সরব হওয়ায় সংসদের দুই কক্ষ থেকে সাসপেন্ড হয়েছেন ৭৮জন বিরোধী সাংসদ।
