আজকাল ওয়েবডেস্ক: 'দৃষ্টিভ্রম' বা 'অপটিক্যাল ইলিউশন' আমাদের মস্তিষ্ককে চ্যালেঞ্জ করার একটি আকর্ষণীয় উপায়। অনেকেই দাবি করেন, এই ধরনের ছবি আমাদের মস্তিষ্কের বিভিন্ন দিক উন্মোচিত করে। এই ধরনের ছবি আমাদের মস্তিষ্ককে এমন জিনিস দেখতে বাধ্য করে যা হয়তো সেই ছবিতে নেই। আমাদের পর্যবেক্ষণ ক্ষমতারও পরীক্ষা নেয়। এ বার তেমনই একটি ছবি ঝড় তুলেছে নেটমাধ্যমে। 

চ্যালেঞ্জটি খুবই সাধারণ। উপরের ছবিটিতে লুকিয়ে আছে একটি টুথব্রাশ। হাতে সময় অল্প। তীক্ষ্ণ দৃষ্টিশক্তির অধিকারীরাই চট করে খুঁজে ফেলবেন টুথব্রাশটিকে। 

?ref_src=twsrc%5Etfw">August 2, 2023

মাইক্রোব্লগিং সাইট এক্স (পূর্বতন টুইটার)-এ পীযুষ তিওয়ারি নামে এক ব্যবহারকারী ছবিটি পোস্ট করেছেন। ছবিটিতে দেখা যাচ্ছে, বাচ্চাদের শোয়ার ঘরে রাতের দৃশ্য। নীল চাদর জড়ানো বিছানায় রয়েছে কোঁকড়ানো চুলের একটি শিশু। ঘরের জানালা দিয়ে দেখা যাচ্ছে বাইরের একফালি চাঁদ সঙ্গে টিমটিম করে জ্বলতে থাকা তারা। ঘরের অন্যদিকে ঝুলেছে একটি কমলা রঙয়ের পর্দা। ঘরটির দেওয়ালগুলি গোলাপি রঙয়ের এবং মেঝেটি লালটে বেগুনি। ডান পাশে, একটি সবুজ বিছানার পাশের টেবিলে হলুদ রঙের একটি বাতি রয়েছে। এর পাশেই বই, একটি বাস্কেটবল, একটি নীল খরগোশের খেলনা এবং মোরগ বা মুরগির মতো দেখতে প্রাণী-সহ বিভিন্ন জিনিসপত্রে ভরা একটি বইয়ের তাক রয়েছে। আপাতদৃষ্টিতে সাধারণ দৃশ্যের কোথাও লুকিয়ে আছে একটি টুথব্রাশ এবং চ্যালেঞ্জ হল মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে এটি খুঁজে বার করা!

অনেকেই খুঁজে পেয়ে গিয়েছেন। যাঁর খুঁজে পাননি তাঁদের জন্য সংকেত দেওয়া হল। ডান বইয়ের তাঁকটির দিকে তাকান। এখনও খুঁজে পাচ্ছেন না? তাকটির নীচের অংশে দেখুন। খুঁজে পাবেন কাঙ্খিত টুথব্রাশটিকে।