আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার দিল্লির অশোক হোটেলে বৈঠকে বসছে বিরোধী রাজনৈতিক জোট ইন্ডিয়া। বৈঠকের আগেই একগুচ্ছ কর্মসূচি নিয়ে দিল্লি পৌঁছেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি। সোমবার তিনি সকলকে একসঙ্গে চলার বার্তাও দিয়েছেন। গতকাল মমতা বলেন, "আমি মনে করি, সবাই একসঙ্গে থাকবে। আগামীকাল আলোচনার আরও সুযোগ রয়েছে। আলোচনা না করে আমি নিজের মত অন্যের ওপর চাপিয়ে দিতে পারি না।" ইন্ডিয়া জোটের মঙ্গলবারের বৈঠকে মূলত আসন সমঝোতা নিয়ে আলোচনার কথা রয়েছে। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে হাতে আর বেশি সময় নেই। ঠিক তার আগেই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে কংগ্রেসের ফলাফল জোটের ভবিষ্যত নিয়েও বড় প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছিল। তারপরেই মঙ্গলবার একসঙ্গে বসছে একগুচ্ছ বিরোধী রাজনৈতিক দল। আসন সমঝোতার পাশাপাশি ২০২৪-এর নির্বাচন যৌথ প্রচারের ব্লু প্রিন্ট তৈরি করা হতে পারে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল। অন্যদিকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো সোমবার সাফ জানিয়েছেন, তৃণমূল প্রধানমন্ত্রীর দৌড়ে নেই। এই বিষয়ে নির্বাচনের পর বিরোধী জোট একসঙ্গে বসে সিদ্ধান্ত নেবে। বিরোধী জোটের বৈঠকের ঠিক আগের দিন, অর্থাৎ সোমবার সংসদ থেকে একদিনে সাসপেন্ড করা হয়েছে ৭৮ সাংসদকে। লোকসভায় ৩৩ এবং রাজ্যসভায় ৪৫ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয় সোমবার। বিরোধীরা একদিনে ৭৮ সাংসদের সাসপেনশনকে ভারতের গণতন্ত্রের ইতিহাসে নজিরবিহীন বলেও আখ্যা দিয়েছে। ঠিক তার পরের দিন বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। শেষ পাওয়া খবর অনুযায়ী নিজের রাজ্যের বিধানসভার কাজের জন্য বৈঠকে যোগ দিতে পারছেন না ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, পাটনা, বেঙ্গালুরু ও মুম্বইয়ের পর বিরোধী জোটের চতুর্থ বৈঠক বসছে দিল্লিতে।
