আজকাল ওয়েবডেস্ক: ত্রিপুরা থেকে গাঁজা পাচার হচ্ছিল দিল্লিতে। তাও সোফার ভেতরে লুকিয়ে! অসমে ঢোকার মুখে ত্রিপুরার চূড়াইবাড়ি থেকে সোমবার ৩০ লক্ষ টাকার গাঁজা উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, অসমের নম্বর লাগানো একটি লরি পুরোনো আলমারি, আলনা এবং অন্য আসবাবপত্র নিয়ে আগরতলার দিক থেকে জাতীয় সড়ক ধরে আসছিল।

প্রায় এক ডজন থানা নিরাপদে পার হয়ে বঙ্গাইগাঁওয়ের চালক এবং সহ চালক ধরা পড়ে যায় চূড়াইবাড়ি নাকা পয়েন্টে। সোফার আবরণ সরাতেই বেরিয়ে আসে গাঁজার প্যাকেট। উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী বলেন, পাচারকারীরা প্রতিনিয়ত পাচারের কৌশল বদলাচ্ছে। পুলিশও সতর্ক। এর আগে লরির চাকা, ডিজেল-ট্যাঙ্কের গোপন কোঠাতেও পাচারের গাঁজা ধরেছে পুলিশ।