আজকাল ওয়েবডেস্ক: মা নিজের জন্য কিনে নেননি দামী পোষাক। মায়ের এই আত্মবলিদান দেখে সন্তান রেগে লাল। মাকে সন্তান অনুরোধ করে বলে, সংসারের জন্য সবটা উজাড় না করে বরং নিজের জন্য একটি কোট এবং ফেস ক্রিম কিনতে। মায়ের সঙ্গে  ১৬ বছরের যুবকের কথোপকথনের সেই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। এরপরেই ভিডিওটি নেটিজেনদের নজর কেড়েছে। যুবকের এই পরিণত মানসিকতা দেখে অনেকেই তাঁর প্রশংসা করেছে।

জানা গিয়েছে, চিনের ঝেজিং প্রদেশের নিংবো শহরের বাসিন্দা তারা।  ষোলো বছরের ওই যুবকের মা তাঁর সন্তানের ভবিষ্যতের কথা ভেবে টাকা জমাতেন। নিজের জন্য কানাকড়িও খরচ করতেন না। এমনকী নিজের প্রয়োজনীয় জিনিসটুকু পর্যন্ত কিনতেন না। মায়ের এই চিন্তাধারাকে সমর্থন করতেন না যুবক। ভাইরাল ভিডিওতে সে তাঁর মাকে বলছে, ''মা তোমার এই চিন্তাভাবনা খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে।'' সে তাঁর মাকে একটি ক্রিম এবং কোট কেনার কথাও বলে। সে তাঁর মাকে পরামর্শ দেয় যে, সবার আগে নিজেকে ভালোবাসতে। সবসময় স্বামী, সন্তানকে এগিয়ে রাখতে না। ভিডিওতে সে তাঁর মাকে প্রশ্ন করে, কেন  মা তাঁর সন্তানকে সব সময় এগিয়ে রাখে? কেন উপার্জনের বেশিরভাগ অংশ সন্তানের পিছনে খরচ করা হয়?

ভিডিওতে আরও যুবক জানায় যে, সে তাঁর মায়ের থেকে হাল ছেড়ে না দিয়ে মানিয়ে নিতে শিখেছে। তারপরেই সে তাঁর মায়ের পিয়ানোর প্রতি ভালোবাসা এবং সেটি শেখার আগ্রহ জানায়।  সে বলে যে তাঁর মা অনেক কাঠখড় পুড়িয়েছিল পিয়ানো শেখার জন্য। এমনকি যুবকও মায়ের থেকে অনুপ্রাণিত হয়ে পিয়ানো বাজাতে শুরু করেছিল। যদিও শেষ পর্যন্ত কেউই বেশিদিন বাজায়নি। তবে এই অভিজ্ঞতা তাঁদের চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানায় যুবক।